বুধবার, ২রা এপ্রিল ২০২৫, ১৯শে চৈত্র ১৪৩১


এক গানে নেচে কত পান নোরা ফাতেহি


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৭:০১

ছবি সংগৃহীত

বলিউডের মডেল ও অভিনেত্রী নোহা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তিনি মিডিয়ায় আসার আগে একসময় সেলস অ্যাসোসিয়েট হিসেবে কাজ করতেন। নোরা ফাতেহি বলি ইন্ডাস্ট্রিতে পা দিয়েই নাচ-গানের জন্যই বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। নাচ দিয়েই তার ক্যারিয়ার শুরু।

অভিনেত্রী সিনেমায় অভিনয়ের পাশাপাশি দারুণ সব আইটেম গানে নাচ দিয়ে দশর্কদের মাত করে তোলেন। এ জন্য তিনি বলি সিনেমাপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। গত ১০ বছরের ক্যারিয়ারে ভক্তদের কাছে নাচে পরিচিতি পেলেও কখনোই পেশাদারভাবে নাচ শেখেননি অভিনেত্রী। তিনি নিজেই নাচ রপ্ত করেছেন। এ জন্য তার পারিশ্রমিকও আকাশছোঁয়া। তাহলে কত পারিশ্রমিক পান নোরা ফাতেহি?

নোরা ফাতেহি সিনেমায় অভিনয় করলেও আইটেম গান তাকে বেশি খ্যাতি এনে দিয়েছে। যে কারণে গানের পারফরম্যান্সে প্রায় সিনেমার সমান পারিশ্রমিক নেন অভিনেত্রী। নোরা ফাতেহির জানা–অজানা কিছু তথ্য তার ভক্ত-অনুরাগীদের কাছে তুলে হলো—

বিলাসী জীবনযাপন করেন অভিনেত্রী নোরা ফাতেহি। মুম্বাই ও কানাডায় তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য ১২ কোটি টাকার বেশি। এ ছাড়া তার একটি ভ্যানিটি ব্যাগের মূল্য কোটি টাকার ওপরে।

এ ছাড়া নোরা ফাতেহির নানা রকম গাড়ি সংগ্রহের নেশা রয়েছে। তার সংগ্রহে থাকা গাড়ির মধ্যে রয়েছে— বিএমডব্লিউ ফাইভ সিরিজ, মার্সেডিজ বেঞ্জ, হোন্ডা সিটিসহ একাধিক গাড়ি।

ইন্ডিয়াডটকম সূত্রে জানা গেছে, নোরা ফাতেহি বলিউডে একটি সিনেমার জন্য পারিশ্রমিক নেন দুই কোটি রুপি। কিন্তু একটি আইটেম গানের পারিশ্রমিকও নেন দুই কোটি রুপির বেশি। আর সে কারণে একাধিকবার শিরোনামও হয়েছেন অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top