কেন আমি জেনকে বিয়ে করেছি কেউ জিজ্ঞেস করবেন না: প্রীতি
প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮
আপডেট:
২ এপ্রিল ২০২৫ ০৬:৫৭

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখনও দর্শকদের চোখে সেরা অভিনেত্রী। তাকে নিয়ে এখনও চর্চা হয়। যারা সামাজিক মাধ্যমের বদৌলতে মুক্ত বাকস্বাধীনতা উপভোগ করছেন, সেসব নেটিজেন কখনো কখনো লাগামছাড়া, বেফাঁস মন্তব্য, আবার কখনো খারাপ মন্তব্য করে থাকেন অভিনেতা-অভিনেত্রীদের ছবি ও ভিডিওতে। তাদের নিয়ে এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। প্রীতি লিখেছেন— সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের কী হয়েছে, সবাই এত নিন্দুক হয়ে উঠেছেন কেন?
অভিনেত্রী বলেন, কেউ যদি একটি এআই বটের সঙ্গে প্রথম চ্যাট সম্পর্কে কথা বলে, তখন মানুষ ধরে নেয় যে, এটি অর্থের বিনিময়ে প্রচার। কেউ যদি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন, তাহলে সে ভক্ত হয়ে যায়।
তিনি বলেন, ‘হে ঈশ্বর! আর কেউ নিজেকে গর্বিত ভারতীয় কিংবা গর্বিত হিন্দু বলে উপস্থাপন করলে তাকে আবার অন্ধ ভক্ত বলা হয়। মানুষ যে যেমন, তাকে তেমনভাবে নিতে অভ্যস্ত নই আমরা। আমাদের এবার একটু মাথা ঠান্ডা রেখে সবার সঙ্গে ভালোভাবে কথা বলার সময় এসেছে।
প্রীতি বলেন, এবার দয়া করে কেউ আমাকে জিজ্ঞেস করবেন না যে, আমি কেন জেনকে বিয়ে করলাম? আমি তাকে বিয়ে করেছি। কারণ আমি তাকে ভালোবাসি। আর হ্যাঁ, এই গোটা দুনিয়ায় ও এমন একজন মানুষ যে আমার জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করবে না।
আপনার মূল্যবান মতামত দিন: