অভিনেত্রী পূজার বাড়িতে প্রতি মাসে মিষ্টি পাঠাতেন জিৎ
প্রকাশিত:
১২ মার্চ ২০২৫ ১১:৫০
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১৮:০৪

বলিউড অভিনেত্রী পূজা চোপড়া। বর্তমানে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে ব্যস্ত তিনি। কলকাতার টালিগঞ্জে জন্ম পূজার। তাই এই শহরের প্রতি নারীর টান তার।
তবে অনেক খারাপ-ভালো ঘটনার সম্মুখীনও হয়েছেন সে শহরে। কিছুটা পাওয়া আর অনেকখানি না-পাওয়ার গল্প। যখন মাত্র ২০ দিন বয়স, তখন তার মা দুই মেয়েকে নিয়ে এই শহর ছেড়েছিলেন।
২০০৯ সালে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডে অংশ নেন তিনি। প্রথম ভারতীয় যিনি ‘বিউটি উইথ আ পারপাস’ জিতেছিলেন। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। সেই সময় একবার কলকাতায় এসেছিলেন পূজা। তারপর ফের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারে।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, ‘নীরজ স্যারের গল্প বলার ক্ষমতা আমায় বার বার টানে। একের পর এক সুপারহিট সিনেমা দেখেছি তার। সবসময় কাজ করতে চেয়েছিলাম এমনই এক গুণী ব্যক্তির সঙ্গে। এর আগেও কাজ করেছি। তাই একজন অভিনেত্রী হিসেবে আমি গর্বিত।’
তার কথায়, ‘কলকাতা আমার বরাবরই ভীষণ হৃদয়ের কাছের। এবারেও এসে খুব ভালো লাগছে। জানেন যখন থেকে জিৎ-এর সঙ্গে পরিচয়, প্রতি মাসে বাড়িতে একটা করে পার্সেল পৌঁছে যায়। কারণ জিৎ জানেন আমার গোটা পরিবার মিষ্টি কতটা ভালোবাসেন। তাই অভিনেতার তরফে এই উপহার।’
একটা সময় পূজা নাকি জিতকে বলতে বাধ্য হয়েছেন, ‘জিৎ এবার থামো প্লিজ। আর মিষ্টি পাঠিও না।’ তবে অভিনেতা মিষ্টি খাওয়ানোর এই সুযোগ ছাড়তে নারাজ। পূজা বললেন, ‘জিৎ খালি বলতেন, আরে খাও খাও। আমাদের কলকাতার নলেন গুড়ের মিষ্টি বলে কথা। ভয় নেই, মোটা হবে না।’
আপনার মূল্যবান মতামত দিন: