বুধবার, ২৬শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


নায়িকার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন সালমান


প্রকাশিত:
২৪ মার্চ ২০২৫ ১২:৩৬

আপডেট:
২৬ মার্চ ২০২৫ ০৪:০৫

ছবি সংগৃহীত

বলিউডে ঈদ মানেই সালমান খানের সিনেমা। এবারো তাই। আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সালমান খান-রাশমিকা মান্দানা জুটির ‘সিকান্দার’ সিনেমা।

রবিবার উন্মুক্ত হয়েছে সিনেমাটির ট্রেলার।

ট্রেলার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরো সিকান্দার টিম। উপস্থিত ছিলেন সালমান খানও।

‘দেখেছিস, হাঁটুর থেকেও ছোট নায়িকার সঙ্গে রোম্যান্স করছে’! ‘সিকান্দার’ ছবির জন্য এমন কথাই শুনতে হয়েছে সালমানকে। সে দিন একটা কথাও বলেননি তিনি। চুপচাপ শুনেছেন।

তবে এদিন অনুষ্ঠানে হাজির হয়ে নিন্দুকের কটাক্ষের জবাব দেন। জবাবে সালমান খান বলেন, হোক ৩১ বছরের পার্থক্য! রাশমিকার আপত্তি নেই। ওর বাবার কোনো আপত্তি নেই।

আপনাদের সমস্যা কোথায়?

সালমানের দাবি, আগামীতে রাশমিকা বিয়ে করবেন। তার সন্তান হবে। তার পরেও আমরা জুটি বেঁধে কাজ করব।

বলেই নায়িকাকে জিজ্ঞেস করেন, “কী তাই তো?” সঙ্গে সঙ্গে বড় করে মাথা নাড়িয়ে সম্মতি দেন রাশমিকা। সালমান রসিকতাও করেন, আশা, রাশমিকার মা তার সঙ্গে অভিনয়ের অনুমতি দেবেন।

এ দিন ছবিশিকারিদেরও ছাড়েননি তিনি। তাদের লক্ষ্য করে বলে ওঠেন, “মাঝেমাঝে নানা কারণে হয়তো কয়েক রাত ঘুম হলো না। সঙ্গে সঙ্গে নেটাগরিকেরা হাত ধুয়ে পিছনে পড়ে যান। নানাভাবে কৌতূহল প্রকাশ করেন। তাদের বোঝাতে হয়, ‘সালমানের সব কিছু এখনও ফুরিয়ে যায়নি’!”

এদিন অনুষ্ঠানে ‘ভাইজান’-এর সঙ্গে ছিলেন ছবির নায়িকা রাশমিকা মান্দানা, সত্যরাজ, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, কাজল আগারওয়াল প্রমুখ।

অনুষ্ঠান শেষে রাতারাতি সালমানকে দেশের বাইরে উড়ে যেতে দেখা যায়। তার সফরসঙ্গী ইউলিয়া ভন্তুর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top