বুধবার, ২৬শে মার্চ ২০২৫, ১১ই চৈত্র ১৪৩১


কারাবাসের অভিজ্ঞতা জানালেন রিয়া চক্রবর্তী


প্রকাশিত:
২৫ মার্চ ২০২৫ ১৪:০৭

আপডেট:
২৬ মার্চ ২০২৫ ০৩:৫৬

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু কাণ্ডে নিয়ে রিয়ার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। মাদকযোগের অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন অভিনেত্রী তথা সুশান্তের প্রাক্তন প্রেমিকা।

২৭ দিন কারাবাসে ছিলেন তিনি। এবার কারাবাসের অভিজ্ঞতাও জানিয়েছেন রিয়া। কারাবাসের ভেতরের সঙ্গে বাইরের জগতের কোনও মিল নেই বলে জানান অভিনেত্রী।

তার কথায়, ‘কারাগারের মধ্যে কোনও সমাজ নেই। তাই বাকি দুনিয়ার থেকে পরিবেশ সম্পূর্ণ আলাদা। তবে কারাগারের অন্দরে সমতা রয়েছে। ওখানে আলাদা করে কোনও পরিচিতি নেই কারও। সবাই এক একটা সংখ্যা সেখানে।’

তদন্ত চলাকালীন যে মহিলারা কারাবাসে থাকেন, তাদের বেশির ভাগই নির্দোষ বলে দাবি রিয়ার। তিনি বলেন, ‘আমার অভিজ্ঞতা থেকেই বলছি, অভিযুক্ত মহিলাদের ৭০ থেকে ৮০ শতাংশ নির্দোষ ছিলেন। বাকি ২০ শতাংশ স্বীকার করতেন যে তারা অপরাধ করেছেন। হয় নিজেকে বাঁচানোর জন্য অপরাধ করেছেন বা অন্য কোনও কারণে।’

রিয়া আরও বলেন, ‘বিচার পেতে অনেকটা সময় লাগে। তাই এই নির্দোষ মহিলাদেরও প্রয়োজনের তুলনায় বেশি সময় কারাবাসে কাটাতে হয়। কেউ কেউ দোষী প্রমাণিত হওয়ার আগেই সাত-আট বছর কারাবাসে কাটিয়ে দেন।’

কারাগারের ভিতরে কী কী অসুবিধা হয় সেগুলিও জানিয়েছেন রিয়া। অভিনেত্রীর ভাষ্য, ‘কারাগারের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যায় না। বাইরের জগতের সঙ্গেও কোনও যোগাযোগ নেই। কেউ হয়তো পরিবারের সদস্যদের হারিয়ে ফেলেছেন দীর্ঘদিন কারাবাসে থাকতে থাকতে।’

শেষে বলেন, ‘প্রতিদিন কারাবাসে টিকে থাকাই কঠিন। এক একটা দিন এক একটা বছরের মতো মনে হয় কারাগারের মধ্যে। আমিও কঠিন সময় কাটিয়েছিলাম। অবশ্যই কারাগারের মধ্যে অবসাদ রয়েছে। সেই অন্ধকার জগতের সাক্ষী আমিও।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top