শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


পুরুষদের পিরিয়ড হলে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত: জাহ্নবী


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:১৩

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২২:০০

ছবি সংগৃহীত

বনি কাপুর ও শ্রীদেবীর কন্যা হওয়ার পরও নিজের যোগ্যতায় একটু একটু করে বলিউডে জায়গা করে নিচ্ছেন জাহ্নবী কাপুর। এখন পর্যন্ত ছয়টির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। যদিও এর মধ্যে কোনো সিনেমাই সেভাবে আলোড়ন তুলতে পারেনি। তাতে কী? জাহ্নবীর মধ্যে সম্ভাবনা দেখছেন বি-টাউনের প্রযোজক ও পরিচালকেরা।

এদিকে সম্প্রতি নারীদের পিরিয়ড নিয়ে পুরুষদের কটাক্ষের বিষয়ে নিজের মন্তব্য প্রকাশ করেছেন জাহ্নবী। কীভাবে পিরিয়ডের ব্যথা নারীর ওপর বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে এবং কেন কিছু পুরুষ তুচ্ছভাবে দেখেন সে সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী।

তার কথায়, ‘যদি আমি তর্ক করার চেষ্টা করি বা আমার বক্তব্য তুলে ধরি, তখন বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় একজন পুরুষ জিজ্ঞাসা করছেন ‘এটা কি মাসের সেই সময়?’ আপনি যদি সত্যিই উদ্বিগ্ন হন আমার শারীরিক অবস্থা নিয়ে তাহলে জিজ্ঞাসা করুন, 'আপনার কি কিছুটা সময়ের প্রয়োজন, এটা কি মাসের সেই সময়?' সেক্ষেত্রে আমি বলব হ্যাঁ, প্রায়শই এক মিনিটের প্রয়োজন হয়, কারণ আমাদের হরমোনগুলি সব সময় নিয়ন্ত্রণে থাকে না। আমরা যে ব্যথার মধ্য দিয়ে যাই, সেটা একবার অনুভব করতে পারলে…'

পুরুষের ঋতুস্রাবের ব্যাথা হলে পারমাণবিক যুদ্ধ লেগে যেত বলে মনে করেন শ্রীদেবীকন্যা। তার ভাষ্য, ‘অনেকেই মাসিকের বিষয়টা অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে দেখেন। তবে এক্ষেত্রে আমি জোরের সঙ্গে বলতে চাই, যে ছেলেরা মেয়েদের ঋতুস্রাবের ব্যথা তুচ্ছ করে, তাদের এরকম যন্ত্রণা এবং মুড সুইং সহ্য করতে পারবে না। পুরুষদের পিরিয়ড হলে দেখা যেত পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।’

হাতে একগুচ্ছ সিনেমা রয়েছে জাহ্নবীর। ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’র শ্যুটিংয়ে ব্যস্ত। আরও কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে তার।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top