শনিবার, ২৪শে মে ২০২৫, ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২


৫৪ বছরে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা


প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১২:৫৪

আপডেট:
২৪ মে ২০২৫ ১৬:৩৬

ছবি সংগৃহীত

মৃত্যু বয়সের ধার ধারে না। কখন কার দুয়ারে নিশ্বাস ফেলে বোঝার উপায় নেই। এই যেমন মৃত্যুর কাছে হার স্বীকার করে ৫৪ তে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা মুকুল দেব।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে মুকুল দেবের মৃত্যুর খবর। বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দিল্লিতে মৃত্যু হয় তার। জানা গেছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপোয়ী।

বলিউড সূত্রের খবর, বাবা-মায়ের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। ঘর হতে বের হতে কিংবা কারও সঙ্গে সাক্ষাৎ করেতও দেখা যেত না তাকে। শেষের দিকে স্বাস্থ্যের অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়া হয় অভিনেতাকে। রাখা হয় আইসিইউতে। কিন্তু চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মারা যান তিনি।

মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। টলিউড সুপারস্টার জিতের আওয়ারা সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top