সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


লিভ ইনেও শান্তিতে নেই সামান্থা, জ্বালাচ্ছেন প্রেমিকের প্রাক্তন!


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ১৪:২৮

আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ১৬:১১

ছবি সংগৃহীত

প্রেমিক রাজ নিদিমারুর সঙ্গে লিভ ইনেও যেন শান্তিতে নেই দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। জ্বালাচ্ছেন রাজের প্রাত্তন স্ত্রী শ্যামলী দে। ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামান্থার ক্যারিয়ার শেষ বলে ধারণা পরিচালকের
জানা গেছে হায়দরাবাদ ছেড়ে প্রেমিকের সঙ্গে মুম্বাই থিতু হয়েছেন সামান্থা। সেখানেই করছেন লিভ টুগেদার। এদিকে তাদের একত্রবাসের খবর সামনে আসতেই প্রায় নিয়মিত কোনো না কোনো ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন শ্যামলী।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্যামলী লিখেছেন, ‘‘বিশ্বাস সব থেকে অমূল্য সম্পদ। একবার তা হারিয়ে গেলে কোনোভাবে তা পাওয়া যায় না।’’কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই সামান্থা-রাজকে নিয়েই তবাক্য দুটি খরচ করেছেন তিনি।

এর আগে এক পোস্টে লেখেন, “ভালো কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। মানুষের সঙ্গে ভালো আচরণ করুন।”

প্রেমিককে সামনে আনলেন সামান্থা!
কিছুদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করেন সামান্থা। সেখানে তাকে দেখা যায় রাজের কাঁধে মাথা রাখা অবস্থায়। এই ছবির মাধ্যমেই ফাঁস হয় তাদের সম্পর্কের খবর। তবে লিভ ইনের তথ্যটি ফাঁস করে নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র।

সূত্রের কথায়, “সামান্থা ও রাজ এবার একসঙ্গে থাকার পরিকল্পনা করেছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা। তাদের একত্রবাস করার ইচ্ছা ছিল। সেই দিকেই তারা এগোচ্ছেন।”

সামান্থার সঙ্গে রাজের ঘনিষ্ঠতা বাড়ে ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করার সময়। তারপর থেকেই মাথাচাড়া দেয় গুঞ্জন। তবে তারা দুজনেই নীরব ছিলেন। এমনকি লিভ ইনের গুঞ্জন উঠলেও মুখ খোলেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top