কাচ ভেঙে শাহরুখের চেহারা বানিয়ে চমকে দিলেন ভক্ত!
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৬:৩১
আপডেট:
১৮ জুলাই ২০২৫ ০৪:৩৬

প্রথমে দেখলে মনে হবে এলোমেলোভাবে ভাঙচুর করা হয়েছে কাচ; কিন্তু স্পষ্ট দৃষ্টিতে তাকালে দেখতে পাবেন বলিউড কিং শাহরুখ খানের মুখাবয়ব!
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক ভক্ত শুধুমাত্র কাচ ভেঙে তৈরি করেছেন শাহরুখ খানের অবয়ব। কাছ থেকে কাঁচে অসংখ্য ফাটল দেখলেও কিছুই বোঝা যাবে না। কিন্তু ক্যামেরা যখন একটু দূর থেকে পুরো ফ্রেম ধরা শুরু করে, তখনই চোখের সামনে ধরা দেয় নিখুঁতভাবে গড়া শাহরুখের চেহারা।
ভিডিওটি নিয়ে ইতোমধ্যে মেতে উঠেছে শাহরুখের ভক্তরা। এক দর্শক লিখেছেন, ‘শাহরুখের জন্য এসব পাগলামো মানায়। দুর্দান্ত হয়েছে।’ আর-একজনের মন্তব্য, ‘এটাই তো কিং খানের প্রতি ভালোবাসা। শাহরুখের এটা দেখা উচিত। মানুষ তাকে ঠিক কতটা ভালোবাসে।’ অন্য একজন কমেন্টে লিখেছেন, ‘যেটা বানিয়েছেন, আর যিনি বানিয়েছেন, সত্যিই নজরকাড়া।’
শাহরুখ খানের অনুরাগীদের পাগলামির উদাহরণ কম নেই। কেউ জন্মদিনে তার বাড়ির সামনে ভিড় করেন, কেউ আবার সিনেমা হলের সামনে দুধ ঢেলে তার পোস্টারে পূজা দেন। কারও ঘরের দেওয়ালে শুধু কিং খানের ছবি সাজানো, কেউ তার সংলাপ মুখস্থ করে বলেন প্রতিদিন। তবে এই ভক্তের কাজ একেবারে আলাদা। একটাও রং বা তুলি ব্যবহার না করে শুধু কাচ ভেঙে তৈরি করেছেন শাহরুখের ছবি। তবে সেই ভক্তের নাম পরিচয় জানা যায়নি।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: