সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


বোনের পোশাক চুরি করে প্রেমিকাকে দিতেন রণবীর!


প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪১

আপডেট:
২ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৮

বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে বলিউড তারকা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে বলিউড তারকা রণবীর কাপুর। ছবি : সংগৃহীত

বড় বোন রিদ্ধিমা কাপুরের পোশাক চুরি করে প্রেমিকাকে দিতেন বলিউড তারকা রণবীর কাপুর! ভারতের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোয়ে হাজির হয়ে এমন কথাই জানালেন রিদ্ধিমা।

হিন্দুস্তান টাইমসের খবর, কপিলের শোয়ের একটি প্রোমো সামাজিক পাতায় শেয়ার করেছেন রণবীর কাপুরের বড় বোন রিদ্ধিমা। যদিও তাঁকে সচরাচর ছোট পর্দায় দেখা যায় না।

প্রোমোতে দেখা যায়, হাসতে হাসতে কপিলের হাত ধরে অনুষ্ঠানের মঞ্চে প্রবেশ করছেন রণবীর-রিদ্ধিমার মা নীতু কাপুর। পরে হাজির হন রণবীর কাপুরের বড় বোন রিদ্ধিমা। আড্ডার ফাঁকে রিদ্ধিমাকে কপিল শর্মা অনুরোধ করেন শৈশবে রণবীরের অজানা কীর্তির কথা শোনাতে।

ঋদ্ধিমা জানান, তিনি তখন লন্ডনে পড়াশোনা করছেন। একবার ছুটিতে বাড়ি ফিরেছেন। রণবীরের এক বান্ধবী সেই সময়ে তাঁদের বাড়িতে হাজির হয়েছেন। এ সময় মা নীতু কাপুর বলেন, বান্ধবী নয়, প্রেমিকা।

এর পর রিদ্ধিমা বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ প্রেমিকা। হঠাৎ খেয়াল করলাম ওর পোশাকটা আমার ভীষণ চেনা লাগছে। মুখে কিছু না বললেও ব্যাপারটা ভাবিয়ে তুলেছিল আমাকে। পরে বুঝতে পারলাম, এটা আমারই একটি নতুন টি শার্ট, যা বহু দিন খুঁজে পাচ্ছিলাম না। কারণ, রণবীর চুরি করে আমার পোশাক তাঁর বান্ধবীকে উপহার হিসেবে দিয়ে দিত!’

এই মুহূর্তে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর। রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আগামীতে অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে। প্রথম বারের মতো এ সিনেমায় জুটি বেঁধেছেন বাস্তব জীবনের এ যুগল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top