রাস্তা পরিস্কারে মারতে হবে ৩৩ লাখ কুকুর, প্রতিবাদ জাহ্নবীর
প্রকাশিত:
৬ আগস্ট ২০২৫ ১২:৫০
আপডেট:
২৪ অক্টোবর ২০২৫ ১৪:৩০
২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কো। এখন থেকেই তোড়জোড় শুরু করেছে প্রশাসন। দেশজুড়ে চলছে পরিচ্ছন্ন অভিযান।
এ কর্মসূচির মধ্যে ৩০ লক্ষ কুকুর নিধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সারা বিশ্বের পশুপ্রেমীরা প্রতিবাদ করা শুরু করেছেন। ফুসে উঠেছেন বলিউড তারকা জাহ্নবীও।
সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!”
আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই প্রথম নয়। রাস্তার কুকুরের সংখ্যা কমাতে নানা রকম নৃশংস পথ অবলম্বন করেছে মরক্কো প্রশাসন। কখনও কুকুরদের বিষ খাইয়ে, কখনও আবার তাদের গুলি করে, পিটিয়ে মারা হয়েছে। খবর ছড়াতেই ফুঁসছেন পশুপ্রেমীরা। এ সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের।

আপনার মূল্যবান মতামত দিন: