বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২


আটকা পড়ে থ্রি ইডিয়টস’র স্মৃতি মনে পড়ল মাধবনের


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৮:১১

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ২০:১৫

ছবি সংগৃহীত

প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর ভারতের জনজীবন। এই দুর্যোগে লেহ-তে আটকে পড়েছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা আর মাধবন। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিজ্ঞতা।

পোস্টে দেখা যায়, হোটেলের জানালা দিয়ে বৃষ্টিভেজা আবহাওয়ার ছবি তুলেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আগস্টের শেষেই লাদাখের পাহাড়চূড়ায় বরফ পড়া শুরু হয়ে গেছে। কিন্তু গত চারদিন ধরে এখানে প্রবল বৃষ্টি হচ্ছে। সেই কারণে বিমান বাতিল হয়ে গেছে, আমরাও ঘরে বন্দি হয়ে আছি। মজার ব্যাপার হলো, আমি যখনই এখানে আসি, প্রকৃতির এমনই অন্যরকম রূপ দেখি।’

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর শুটিংয়ের স্মৃতিও তুলে আনেন অভিনেতা। তার ভাষায়, ‘শেষবার আমি এখানে এসেছিলাম ‘থ্রি ইডিয়টস’ ছবির শুটিংয়ে। তখনও আমাদের দিনকে দিন অপেক্ষা করতে হয়েছিল, কারণ চারপাশে ছিল শুধু বরফ। এবার আবারও প্রকৃতির অন্য রূপ দেখছি, যেমন তীব্র বৃষ্টি।’

মাধবন আরও উল্লেখ করেন, ‘তবে স্বীকার করতেই হবে, প্রকৃতি সবসময়ই এখানে অপরূপ সুন্দর। আশা করছি খুব শিগগিরই আকাশ পরিষ্কার হবে, আবহাওয়া স্বাভাবিক হবে এবং আমরা ফিরতে পারব। তবে প্রকৃতির এমন দৃশ্য উপভোগ করতেও বেশ ভালো লাগছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top