সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ভারতে পিটিয়ে মারা একটা নিয়ম হয়ে গেছে: স্বরা ভাস্কর


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫২

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০

ছবি সংগৃহীত

স্পষ্ট কথায় কষ্ট নেই— মতবাদে বিশ্বাসী বলিউড তারকা স্বরা ভাস্কর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মত প্রকাশ করেন। বিতর্কিত হলেও গায়ে মাখেন না। এ অভিনেত্রী মনে করেন, ভারতে পিটিয়ে মানুষ মারা একটা নিয়ম হয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল শুক্রবার দিল্লির কালকাজী মন্দিরে প্রসাদ বিতরণ করছিলেন পরিষেবক যোগেন্দ্র সিংহ। ১৫ বছর ধরে মন্দিরে পরিষেবকের কাজ করছেন তিনি।

এদিন প্রসাদ বিতরণের সময় এক দল ব্যক্তি নির্দিষ্ট এক ধরণের প্রাসাদ দাবি করেন। কিন্তু শেষ হয়ে যাওয়ায় দিতে ব্যর্থ হন যোগেন্দ্র। বিষয়টি মেনে নেননি তারা। চড়াও হন পরিষেবকের ওপর।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ঘটনার ভিডিও। সেখানে দেখা যায়, যোগেন্দ্রকে টেনে বের করা হয় মন্দির থেকে। পেটানো হয় লাঠিসোটা দিয়ে। এতে মৃত্যু হয় পরিষেবকের।

পরিষেবককে পিটিয়ে মারার ওই মর্মান্তিক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে স্বরা ভাস্কর লেখেন, “এ তো ভয়ঙ্কর ঘটনা! ভারতে পিটিয়ে মারার ঘটনা যেন একটা নিয়ম হয়ে গেছে। দেখে সত্যিই শিউরে উঠছি। অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এই ঘটনাই বলে দেয়, আমাদের সমাজের কী অবস্থা! আমরা দানবে পরিণত হচ্ছি।”

স্বরার বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন নেটিজেনদের অনেকে। ভিডিও তাদের করেছে স্তব্ধ। এরইমধ্যে মূল অভিযুক্ত অতুল পাণ্ডেসহ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top