বুধবার, ৩রা ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২


আমেরিকায় পুরস্কার নেওয়ার দিনেই ইরানি নির্মাতার কারাদণ্ড!


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫

আপডেট:
৩ ডিসেম্বর ২০২৫ ১৮:১৬

ফাইল ছবি

ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সঙ্গে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। গত সোমবার পানাহির আইনজীবী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

তবে এ রায় ঘোষণার দিনেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন জাফর পানাহি; মূলত গথাম অ্যাওয়ার্ডস-এ তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’- এর তিনটি পুরস্কার নিতে। এদিন সেরা পরিচালকের পুরস্কারসহ সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্মাননা অর্জন করেন জাফর পানাহি। আর সিনেমাটির অস্কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে ৬৫ বছর বয়সী পানাহি এর আগে দুই দফা কারাবন্দি হয়েছেন। ইরানে তার ওপর আগে থেকেই চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা ও ভ্রমণ সীমাবদ্ধতা ছিল। নতুন দণ্ড ঘোষণার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।গথাম অ্যাওয়ার্ডস মঞ্চে পানাহি নতুন সাজা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি সেই সব নির্মাতাদের প্রতি শ্রদ্ধা জানান, যারা নীরবে, কোনো সহায়তা ছাড়াই নিজেদের সবকিছু ঝুঁকির মুখে ফেলে।

উল্লেখ্য, ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্টসিনেমাটি ইরানে থাকাকালে সরকারের চাপনজরদারি এড়িয়ে গোপনে নির্মাণ করেন জাফর পানাহিচলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে এই সিবনেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম জিতেছেন এই নির্মাতাতবে সমালোচকদের মতে, জাফর পানাহির জীবন যেন ইরানের সংস্কৃতিরাজনৈতিক টানাপড়েনের জ্বলজ্যান্ত প্রতিচ্ছবি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top