বৃহঃস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫, ১৯শে অগ্রহায়ণ ১৪৩২


সিয়ামের নতুন নায়িকা ইধিকা


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯

আপডেট:
৪ ডিসেম্বর ২০২৫ ০০:৫১

ফাইল ছবি

সদ্যই রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। যেখানে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। এরই মধ্যে এলো এই অভিনেতার নতুন আরও একটি সিনেমা ও তার নায়িকার খবর।

আন্ধার’-এর কাজ শেষ হওয়ার পর সিয়াম এখন প্রস্তুতি নিচ্ছেন আরও একটি নতুন ছবির জন্য, নাম ‘রাক্ষস’। ছবিটিকে ঘিরে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষ করে নায়িকাদের নিয়ে। শুরুর দিকে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম আলোচনায় এসেছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের এক ঘনিষ্ঠ সূত্র সদ্য গণমাধ্যমে জানিয়েছে, সিয়ামের ‘রাক্ষস’-এর নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

ছবিটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। তার আগের সিনেমা ‘বরবাদ’-এর নায়িকা ছিলেন ইধিকা; যেখানে কাজ করেছিলেন শাকিব খানের বিপরীতে; এবার তিনি প্রথমবার সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন।

সূত্রটি আরও জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় শুরু হবে ‘রাক্ষস’-এর শুটিং। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, আন্তর্জাতিক লোকেশন এবং আধুনিক অ্যাকশন ব্যবহার করে ছবির স্কেল পূর্বের কাজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top