বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২


ভিকির বিপরীতে দীপিকা, মহাকাব্যে নতুন জুটি?


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৬

আপডেট:
১০ ডিসেম্বর ২০২৫ ০৯:২০

ফাইল ছবি

বলিউডের দুই তারকা ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনকে প্রথমবারের মতো একসঙ্গে বড় পর্দায় দেখার সম্ভাবনা তৈরি হওয়ায় বলিপাড়ায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। অভিনেত্রী দীপিকা পাডুকোন যেন প্রায় প্রতিদিনই নতুন নতুন চমক দিয়ে দর্শককে মন্ত্রমুগ্ধ করে চলেছেন।

এবার তার নাম জড়িয়েছে পরিচালক অমর কৌশিকের বহু প্রতীক্ষিত একটি পৌরাণিক মহাকাব্যিক ছবির সঙ্গে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, পরিচালক অমর কৌশিকের ড্রিম প্রজেক্ট 'মহাবতার'-এর কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য নাকি দীপিকা পাডুকোনকে বিবেচনা করা হচ্ছে।

যদি এই গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হয় এবং এই সহযোগিতা বাস্তবে রূপ নেয়, তবে এটি হবে পর্দায় ভিকি কৌশল ও দীপিকা পাডুকোনের প্রথম যুগলবন্দি। ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে, কবে এই দুই তারকাকে একসঙ্গে জুটিতে পর্দা কাঁপাতে দেখা যাবে।

তবে ‘মহাবতার’ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। পুরো বলিউড মহলে এখন একটাই প্রশ্ন, পৌরাণিক কাহিনি নির্ভর এই ছবিতে কি সত্যিই প্রথমবার জুটি বাঁধছেন ভিকি-দীপিকা?



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top