বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২


ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শ্রাবন্তী


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ১২:২১

আপডেট:
১০ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৬

ফাইল ছবি

টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। পেশাগত কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামেই না। এবারও নতুন করে বিতর্কের জন্ম দিলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বাথটাবে লাস্যময়ী ভঙ্গিমার একটি ছবি পোস্ট করে ফের নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন এই জনপ্রিয় নায়িকা।

শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিটি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা যাচ্ছে সাবানের ফেনাভর্তি বাথটাবে। ছবিতে সোনালি রঙের বিকিনিতে আবৃত নায়িকার মুখে লেগে রয়েছে চেনা হাসি। চোখে আবেশের রেশ, যা তার অনুরাগী মহলে মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘নিজেকে সিক্ত করতে থাকুন।’

ছবিটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অসংখ্য অনুরাগী ভালোবাসা প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘অসাধারণ দুটি চোখের চাহনি।’ আরেকজন মন্তব্য করেন, ‘ওয়াও, দারুণ!’ তবে প্রশংসার পাশাপাশি তীব্র কটাক্ষের শিকারও হয়েছেন অভিনেত্রী।

ট্রলিংয়ের শিকার হয়ে একজন নেটিজেন খোঁচা মেরে লেখেন, ‘বুড়ি হয়ে আর কত রং দেখাবে।’ আরেকজন ঠাট্টার সুরে প্রশ্ন তুলেছেন, 'ঠাণ্ডায় কত চান করো তা দেখাতে চাইছো?' অন্যদিকে, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে অনেকে সহানুভূতি জানালেও, কেউ কেউ তির্যক মন্তব্য করতে ছাড়েননি।

প্রসঙ্গত, বারবার বিয়ে ভাঙার কারণে শ্রাবন্তীকে নিয়ে প্রায়শই ট্রোলিং হয়। তিনবার বিবাহবিচ্ছেদের পর তার দুই প্রাক্তন স্বামী বর্তমানে নতুন করে সংসার শুরু করলেও শ্রাবন্তী এখনও একাই রয়েছেন। তবুও জীবনের সব চড়াই-উতরাই হাসিমুখে সামলে পেশাদার জগতে নিজেকে সক্রিয় রেখেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top