বুধবার, ১০ই ডিসেম্বর ২০২৫, ২৬শে অগ্রহায়ণ ১৪৩২


পাকিস্তানি গ্যাংদের গল্পে তৈরি ধুরন্ধর’র শোয়ে দর্শকদের হাতাহাতি


প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২

আপডেট:
১০ ডিসেম্বর ২০২৫ ১৭:২৮

ফাইল ছবি

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর ব্যাপক সাড়া পেয়েছে সিনেমাটি; ভারতের প্রায় সকল হলগুলো থাকছে হাউজফুল।

এরই মধ্যে খবর পাওয়া গেল, ভারতের ভোপালের একটি প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর’ সিনেমা দেখতে গিয়ে দর্শকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কিছু সময়ের জন্য ছবির প্রদর্শনী বন্ধ হয়ে যায় এবং দর্শকদের একাংশ হল ছাড়েন।

সোমবার রাতে ছবিটি চলাকালীন আকস্মিকভাবে প্রেক্ষাগৃহের ভেতর বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন আসনের ওপর দাঁড়িয়ে চিৎকার করছেন। কথাকাটাকাটি ধাক্কাধাক্কিতে রূপ নিলে অন্য দর্শকেরা অস্বস্তিতে পড়ে একে একে বেরিয়ে যেতে থাকেন। তবে কী কারণে এই ঝামেলা তৈরি হয়েছে, তা পরিষ্কার নয়।

অদিত্য ধরের পরিচালনায় নির্মিত ‘ধুরন্ধর’-এ পাকিস্তানের লিয়ারি এলাকার গ্যাংস্টারদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গল্প দেখানো হয়েছে। ছবিটি মুক্তির পর থেকেই বিভিন্ন বিতর্কের মুখে পড়েছে এবং পাকিস্তানের পক্ষ থেকেও আপত্তি উঠেছে।

এর আগেও কয়েকটি প্রেক্ষাগৃহে ‘ধুরন্ধর’ ঘিরে উত্তেজনার ঘটনা ঘটে। কোথাও জাতীয় সংগীতের সময় দাঁড়ানো নিয়ে বিতর্ক, কোথাও আবার দর্শকের ধূমপানে বিরতি। তবুও বক্স অফিসে ছবিটি সাড়া ফেলেছে, ভারতের বাজারে ব্যবসা পেরিয়েছে ১৫০ কোটি রুপির ঘর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top