সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


৩০ বছর পর টাইটানিক নায়িকা জানালেন, মেয়েদের প্রতিও টান ছিল তার!


প্রকাশিত:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০১

আপডেট:
২৯ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে ‘টাইটানিক’-এর রোজ হিসেবেই বেশি পরিচিত হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। কিন্তু এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা হয়েছিল পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের থ্রিলার ধর্মী সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার্স’ দিয়ে। সিনেমাটিতে দুই কিশোরীর আসক্তিমূলক সম্পর্ক নিয়ে নির্মিত; যেখানে জুলিয়েট নামে এক কিশোরীর চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট।

৩০ বছর আগের সেই সিনেমার চরিত্রে অভিনয়ের অনুভূতি কেমন ছিল, এমন প্রশ্নের মুখে পড়েন ‘টাইটানিক’ খ্যাত এই অভিনেত্রী। কিন্তু জবাবে যা জানালেন, তা শুনলে অনেকে চমকে যেতে পারেন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে অভিনেত্রী খোলাখুলি বলেই ফেললেন, নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতাই তাকে এই চরিত্রে ঢোকাতে সহজ করেছে।

কেট উইন্সলেট বলেন, আমি এমন কিছু আপনাদের জানাতে চলেছি, যা আপনারা কেউ জানেন না। কৈশোরে আমার প্রথম এমন কামনা সৃষ্টি হয়েছিল মেয়েদের থেকেই। আমি কিছু মেয়েকে চুমুও দিয়েছি; ছেলেদেরকেও দিয়েছি। তবে কোনো দিকেই সেটি আমাকে বিকশিত করেনি।

অভিনেত্রী আরও যোগ করেন, জীবনের ওই পর্যায়ে আমার মাঝে প্রচণ্ড কৌতূহল কাজ করত। সিনেমার ওই দুই নারীর মধ্যে যে ধরনের তীব্র মানসিক সংযোগ ছিল, তা আমি ভেতর থেকে উপলব্ধি করতে পেরেছিলাম। সে সময়টাতে আমি ওই জগতের মোহে পড়ে গিয়েছিলাম, যা আমাদের উভয়ের জন্যই মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল।

অভিনেত্রী মনে করেন, কৈশোরের সেই ‘অরক্ষিত’ এবং ‘সংবেদনশীল’ মানসিক অবস্থায় মানুষের সাথে যে গভীর সম্পর্ক তৈরি হয়, তা তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছিলেন। আর সেই উপলব্ধিই তাকে পর্দায় ‘জুলিয়েট’ চরিত্রটিকে জীবন্ত করে তুলতে সাহায্য করেছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top