সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৪শে চৈত্র ১৪৩১


লাল পোশাকে ট্রোলের শিকার দীপিকা


প্রকাশিত:
৮ মার্চ ২০২২ ০০:৩৬

আপডেট:
৮ মার্চ ২০২২ ০০:৩৬

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রায় সময়ই পোশাকের কারণে শিরোনামে উঠে আসেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এবার মুম্বাই বিমানবন্দরে একটি লাল পোশাকে দেখা যায় তাকে। তার এই পোশাক আবারও সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

নিজের পরবর্তী অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘পাঠান’-এর শুটিংয়ের জন্য স্পেন যাচ্ছিলেন দীপিকা। শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে একটি উজ্জ্বল লাল এবং গোলাপি পোশাক পরে নামছেন তিনি। দুটি নামি ব্র্যান্ডের লাল চামড়ার প্যান্টের সঙ্গে একটি লাল সোয়েটার পরে আসেন। এরসঙ্গে, দীপিকা একটি লাল টুপি এবং গোলাপি স্টিলেটোস পরেছিলেন। সঙ্গে ছিল একটি হ্যান্ডব্যাগ।

নেটিজেনরা তার এই উজ্জ্বল পোশাক বেছে নেওয়ার জন্য ‘পিকু’ অভিনেত্রীকে উপহাস করেছেন। তাদের মধ্যে কেউ কেউ মন্তব্য করেছেন, তার স্বামী রণবীর সিংয়ের কাছ থেকে কিছু ফ্যাশন পরামর্শ ধার নিয়েছেন কিনা। হিন্দিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘রণবীর কা আসর আনা লাগা হ্যায় আব ধীরে ধীরে’। আরেকজন লিখেছেন, ‘মনে হচ্ছে রণবীর তার পোশাক ডিজাইন করেছেন’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top