মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


‘কেজিএফ ২’র টিকিটের দাম ২ হাজার রুপি!


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২২ ০২:০৬

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০১:৪১

 ছবি : সংগৃহীত

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। এ উপলক্ষ্যে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। এতেই অতীতের সব রেকর্ড ভেঙে দিচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমাটি।

গত কয়েকদিনে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’র অগ্রিম টিকিট বিক্রির ধুম লেগেছে। টিকিট কেনার জন্য দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। মাত্র ১২ ঘণ্টায় কেবল হিন্দিতেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়। শনিবার (৯ এপ্রিল) পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা যায়, কেবল হিন্দি ভার্সনেই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির আয় প্রায় ১০ কোটি রুপি। এখনো বাকি চারদিন। এর মধ্যে অংকটা ২০ কোটি ছাড়িয়ে যাবে সহজেই।

মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। সবগুলোর অগ্রিম টিকিট বিক্রির হিসাব করলে অংকটা ৫০ কোটি রুপির বেশি হবে বলেই ধারণা করা হচ্ছে। এটাকে অনেকটা স্বাভাবিক মনে করছেন সিনে বিশ্লেষকরা। কেননা সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ বিরাজ করছে।

এদিকে বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, অনেক চড়া দামে বিক্রি হচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ সিনেমার অগ্রিম টিকিট। মুম্বাইতে একটি টিকিট ১৫০০ রুপিতে বিক্রি হচ্ছে। আর দিল্লিতে সেই অংকটা ১৮০০ থেকে ২০০০ রুপি। তরণ আদর্শ বলেন, ‘সিনেমাটির অগ্রিম বুকিং অবিশ্বাস্য! তুফান আসছে!’

জানা গেছে, বিশ্বব্যাপী প্রায় ৯ হাজার সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর বাজেট ১০০ কোটি রুপির মতো। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ, শ্রীনিধি শেঠি, বলিউডের সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ। এটি ২০১৮ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ১’র সিক্যুয়েল।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top