যে কারণে দীপিকাকে ‘লক্ষ্মী’ বললেন রণবীর
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২ ২১:১০
আপডেট:
২৬ এপ্রিল ২০২২ ২১:৫১

সোমবার (২৫ এপ্রিল) মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বলিউড তারকা রণবীর সিং। সেখানে কথা বলেছেন স্ত্রী অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্পর্কে। দীপিকার প্রশংসা করতে দেখা যায় রণবীরকে।
নিজের সাফল্যের জন্য দীপিকার ভূমিকা নিয়ে কথা বলেন রণবীর। দীপিকাকে তার ‘লক্ষ্মী’ বলেছেন এই অভিনেতা।
রণবীর বলেছেন, আমি খুবই ভাগ্যবান। আমার বাড়িতে স্বয়ং লক্ষ্মী রয়েছেন। যখন থেকে আমার জীবনে তিনি এসেছেন... আমার জীবনের সাফল্য অন্য মাত্রা পেয়েছে। জীবনের সঠিক দিশা খুঁজে পেয়েছি আমি।
কেবল ব্যক্তিজীবন নয়, রণবীর ও দীপিকার অন-স্ক্রিন কেমিস্ট্রি নিয়েও অনেক কথা হয়। তারা একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। সব ক’টিই ব্লকবাস্টার হিট। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’… দীপিকা-রণবীরের দারুণ সমস্ত ছবি।
ডিএম/তাজা/২০২২
আপনার মূল্যবান মতামত দিন: