শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নগ্ন ফটোশুটে বিপাকে রণবীর


প্রকাশিত:
২৬ জুলাই ২০২২ ২০:৫৩

আপডেট:
২৬ জুলাই ২০২২ ২০:৫৫

বলিউড অভিনেতা রণবীর সিং। ছবি : সংগৃহীত

‘পেপার’ ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বলিউড অভিনেতা রণবীর সিং। যা কিনা এখন ‘টক অফ দ্য টাউন’। তার এমন সাহসীকতায় প্রশংসার পাশাপাশি জুটেছে কটাক্ষও। তবে সেই ফটোশুট নিয়েই এবার বিপাকে পড়েছেন এই অভিনেতা।

ইন্ডিয়া টাইমস, টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার মুম্বাই পুলিশ স্টেশনে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাইয়ের বেসরকারি একটি এনজিও এই অভিযোগ দায়ের করেছে।

ওই এনজিও’র এক ব্যক্তির কাছ থেকে লিখিত এই অভিযোগ পেয়েছেন মুম্বাই পুলিশ। অভিযোগপত্রে বলা হয়েছে, রণবীর নগ্ন ফটোশুটের মাধ্যমে মহিলাদের সম্মান ও তাদের ভাবাবেগকে আঘাত করেছেন। তাই তাকে শাস্তি পেতেই হবে। ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ও ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ইতোমধ্যেই বিষয়টি নিয়ে রণবীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নগ্ন ফটোশুটের জন্য এই অভিনেতাকে আগামী দিনে সত্যিই আরও কোনো বড়সড় সমস্যার সম্মুখীন হতে হয় কিনা সেটাই এখন দেখার।

প্রসঙ্গত, সম্প্রতি ‘পেপার’ ম্যাগাজিনের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশুট করেছেন রণবীর সিং। সেখানে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। ছবিতে মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় পোজ দিতে দেখা গেছে রণবীরকে। বৃহস্পতিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে বলিউড তারকার সেসব বোল্ড ছবি।

শুক্রবার ইনস্টাগ্রাম হ্যান্ডলে ওই ছবিগুলো শেয়ার করেছেন রণবীর। ফটোশুট সম্পর্কে অভিনেতা বলেন, ‘আমি পারফরম্যান্সের খাতিরে হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে রাজি আছি। আমার কিছু যায় আসে না। তবে সামনের মানুষগুলোর খারাপ লাগছে কিনা সেটাও ভাবা জরুরি।’

রণবীরের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এতে অভিনেতার কিছু যায় আসে না। তিনি ইতিবাচক মন্তব্য আঁকড়ে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে চান।

এদিকে রণবীর ঘরণী দীপিকা কিন্তু বরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তার মতে, ‘রণবীর সিং বরাবরই সাহসী। স্কিন দেখাতে কোনোদিনই লজ্জা পাননি উনি। এবারেও ফটোশুট করে বেশ খুশিই হয়েছেন উনি। সকলের মতামত দেখছেন।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top