ঢাকায় আসছেন শিল্পা শেঠি
প্রকাশিত:
৩১ জুলাই ২০২২ ০৬:০৫
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ১০:৪৮

ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। আজ রাত ৮টায় হোটেল শেরাটনে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
আয়োজকরা জানান, অনুষ্ঠানে পারফরর্ম করবেন গায়ক তাহসান, চিত্রনায়িকা বুবলী, চিত্রনায়ক নিরব, টিভি অভিনেত্রী তানজিন তিশা প্রমুখ।
এর আগে এক ভিডিও বার্তায় শিল্পা শেঠি বলেছিলেন, আগামী ৩০ জুলাই ঢাকার শেরাটন হোটেলে দেখা হবে। আমি খুবই উচ্ছ্বসিত সেখানে আমার ভক্তদের সঙ্গে দেখা হবে।
শিল্পা শেঠি ২০১৬ সালে প্রথম ঢাকায় এসেছিলেন। একটি ফ্যাশন শোতে অংশ নিতে তিনি তখন ঢাকায় এসেছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: