শাকিরাকে কারাগারে পাঠানোর আবেদন
প্রকাশিত:
১ আগস্ট ২০২২ ০৪:৪৫
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:১৩

পিকের সঙ্গে সম্পর্কচ্ছেদের পর কর ফাঁকির মামলায় জটিলতায় পড়েছেন পপ তারকা শাকিরা। দেড় কোটি ইউরো কর ফাঁকির অভিযোগে স্পেনের আদালতে মামলা করে শাকিরাকে আট বছরের কারাদণ্ড দিতে এক আইনজীবী আবেদন করেছেন। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, শাকিরার বিরুদ্ধে ওই আইনজীবীর অভিযোগ, কলম্বিয়ার এই পপ তারকা স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হলেও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন। ৪৫ বছর বয়সি এ গায়িকা ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে কর ফাঁকি দিয়েছেন এবং ওই সময়ে তিনি স্পেনে বসবাস করতেন।
ওই আইনজীবী শাকিরাকে প্রায় আড়াই কোটি ইউরো জরিমানা করার জন্যও আদালতে আবেদন করেন।
আবেদন হলেও মামলাটির শুনানির কোনো তারিখ এখনো ঠিক হয়নি।
কর ফাঁকির ওই অভিযোগ নিষ্পত্তির জন্য স্পেনিশ প্রসিকিউটররা সম্প্রতি শাকিরাকে একটি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি প্রত্যাখ্যান করায় এখন মামলার ঝামেলায় পড়তে হলো তাকে।
তবে শাকিরার দাবি , যে সময়ে কর ফাঁকির কথা বলা হচ্ছে, তিনি তখন স্পেনে বসবাস করতেন না।
প্রসঙ্গত কলাম্বিয়ার এ তারকার মূল বাড়ি বাহামায়। কিন্তু স্পেনিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১০ বছরের বেশি সময় ধরে শাকিরা স্পেনে বসবাস করেছেন।
দীর্ঘ সম্পর্কে বিয়ের বাঁধনে না জড়ালেও তাদের দুই সন্তান হয়। সম্প্রতি এই সম্পর্কের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণাও দেন এই গায়িকা।
আপনার মূল্যবান মতামত দিন: