নেতিবাচক খবরের ঝড়ে বিধ্বস্ত জ্যাকলিন
প্রকাশিত:
৯ আগস্ট ২০২২ ০৩:২৬
আপডেট:
৯ আগস্ট ২০২২ ০৩:২৮

একের পর এক নেতিবাচক প্রতিবেদনে খুবই মনঃকষ্টে আছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। বেশ কিছু দিন ধরেই সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়িয়ে খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। অবৈধ টাকার কারবারি সুকেশ বহু অপরাধে দোষী। তাঁর সঙ্গেই অভিনেত্রী সম্পর্কে ছিলেন বলে জানা যায়।
কালো টাকায় কেনা বহুমূল্য উপহার সুকেশ জ্যাকলিনকে দিয়েছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে নায়িকাকে।সুকেশ বর্তমানে জেলে। জ্যাকলিন দীর্ঘ দিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তাঁর ছবি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পরে তিনি জানিয়েছিলেন, বর্তমানে তিনি একটি সমস্যায় আছেন। তবে তিনি আশাবাদী ছিলেন, তার বন্ধু এবং অনুরাগীরা পাশে থাকবেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। জানালেন, ‘‘মানুষ হিসেবে তার প্রত্যাশা সবাই পছন্দ করুক তাকে । তবে কারো যদি তার প্রতি বিদ্বেষ থাকে সেটা জেনে বুঝে থাকা ভালো । তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। তবু জ্যাকলিন এখনও জীবনে আস্থা রাখতে চান। ইতিবাচক থাকতে চান। সে কারণেই আত্মসমালোচনায় জোর দিচ্ছেন।
জানা গেছে, সুদীপের সঙ্গে ‘বিক্রান্ত রোনা’ ছবিতে সদ্য দেখা গিয়েছে জ্যাকলিনকে। আগামীতে রণবীর সিংহ এবং পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’-এও নজর কাড়বেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: