সালমানের কাছ থেকে সরে গেলেন শেহনাজ
প্রকাশিত:
১০ আগস্ট ২০২২ ০১:১৩
আপডেট:
১০ আগস্ট ২০২২ ০১:১৬

সালমান খানের সঙ্গে যাকে নিয়ে ইদানীং সবচেয়ে বেশি কথা হচ্ছিল, সেই শেহনাজ গিল নিরাশ করলেন। অবশেষে সালমানের ‘কভি ইদ কভি দিওয়ালি’-র সেট ছেড়ে বেরিয়ে গেলেন শেহনাজ। এর সঠিক কারণ জানা যায়নি।
শুধু তাই নয়, নেটমাধ্যমে সর্বত্র ভাইজানকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। হঠাৎ কি এমন ঘটলো দুজনের মাঝে তাই নিয়েই জল্পনা শুরু। প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী শেহনাজ এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন। তাঁর হঠাৎ পিছিয়ে আসায় চিন্তিত হয়ে পড়েছেন একাংশ।
শুধু শেহনাজ নন, চলতি বছর মে মাসে সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মাও ছবির সেট থেকে বেরিয়ে আসেন। সালমান খান ফিল্মস-এর সঙ্গে তাঁর সৃজনশীল বিষয়ে মত পার্থক্যের কারণেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অভিনেতা।
অন্য দিকে, জহির ইকবালও ‘কভি ইদ কভি দিওয়ালি’-র কাজ ছেড়ে দিয়েছিলেন। নির্মাতারা এখন আয়ুষ এবং জহিরের জায়গায় দুই নতুন অভিনেতার সন্ধানে রয়েছেন।
ফরহাদ সামজি পরিচালিত ‘কভি ইদ কাভি দিওয়ালি’-তে থাকলেন পূজা হেগড়ে, সিদ্ধার্থ নিগম এবং রাঘব জুয়াল। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, কমেডি-ড্রামা ছবিটির সালমানের ৫৭তম জন্মদিনের তিন দিন পর মুক্তি পাওয়ার কথা।
আপনার মূল্যবান মতামত দিন: