চলে গেলেন মার্কিন অভিনেত্রী অ্যান হিচি
প্রকাশিত:
১৪ আগস্ট ২০২২ ০২:৪২
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:১২
সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ছয়দিন কোমায় থাকার পর মার্কিন অভিনেত্রী অ্যান হিচি (৫৩) মারা গেছেন। লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শরীরের অঙ্গপ্রত্যঙ্গ যাতে দান করা যায় সে জন্য তার মরদেহ এখনো লাইফ সাপোর্টে রাখা গেছে।
অ্যান হিচির বড় ছেলে হোমার লাফুন তার মায়ের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ' তিনি ও তার ভাই অ্যাটলাস মাকে হারিয়েছেন। ছয় দিনের অবিশ্বাস্য মানসিক ঝড়ের পর গভীর ও অবর্ণনীয় দুঃখে মন ভারাক্রান্ত হয়ে পড়েছে। মা চিরশান্তিতে আছেন এটাই ভাবতে চান। এই ছয় দিনে, হাজার হাজার বন্ধু, পরিবার এবং ভক্ত তাদের সমবেদনা জানিয়েছেন। সকলের ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, এ্যামি মনোনীত অভিনেত্রী অ্যান 'সিক্স ডেইজ, সেভেন নাইটস', 'ডনি ব্রাসকো', 'ভলকানো', 'আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার' ও 'রিটার্ন টু প্যারাডাইস' মতো কাজের জন্য পরিচিত।
আপনার মূল্যবান মতামত দিন: