ভাঙনের সুর স্ট্যালোন-জেনিফার সংসারে
প্রকাশিত:
২৬ আগস্ট ২০২২ ০৫:০৮
আপডেট:
২৬ আগস্ট ২০২২ ০৫:২৮

চলতি বছরের মে মাসে বিয়ের ২৫তম বার্ষিকী আনন্দের সঙ্গে উদযাপন করেছিলেন সিলভেস্টার স্ট্যালোন এবং তার স্ত্রী জেনিফার ফ্ল্যাভিন। ৭৬ বছর বয়সী স্ট্যালোন জীবনের আরও ২৫ বছর জেনিফারের সঙ্গে কাটাতে চেয়েছিলেন। জেনিফার তাতে সম্মতি দিয়ে জানিয়েছিলেন, বাকিটা জীবন তিনি স্ট্যালেনের সাথেই কাটাতে চান। কিন্তু বছর না ঘুরতে জীবনের সব হিসেব এলোমেলো হয়ে গেছে। সংসার ভাঙছে তাদের।
পিপল সাময়িকী জানিয়েছে, ৫৪ বছর বয়সী জেনিফার বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ফ্লোরিডার পাম বিচের একটি আদালতে শুক্রবার আবেদনটি করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৮ সালে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি রেস্তোরাঁ থেকে সিলভেস্টার স্ট্যালোন এবং জেনিফার ফ্ল্যাভিনের সম্পর্কের সূত্রপাত। ১৯৯৭ সালে বিয়ে করেন তারা। সেই বিয়েকে বছরের সবচেয়ে আলোচিত বিয়ের তকমা দেওয়া হয়েছিল। সিলভেস্টার স্ট্যালোন এবং জেনিফার ফ্ল্যাভিনের সংসারে তিনটি সন্তান আছে।
আপনার মূল্যবান মতামত দিন: