প্রযোজনায় আসছেন করিনা
প্রকাশিত:
২৯ আগস্ট ২০২২ ০২:২৮
আপডেট:
২৯ আগস্ট ২০২২ ০২:৩১

নতুন ছবির চিত্রনাট্য পড়তে ব্যস্ত করিনা কাপূর খান। পরিচালক হনসল মেটার সঙ্গে আরও আছেন একতা কাপূর। ।
শনিবার (২৭ আগস্ট) নেটমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন করিনা। কিন্তু সেখানে ছবির নামের প্রথম আর শেষ অক্ষর ছাড়া কিছু বোঝার উপায় নেই। তার উপর লম্বালম্বি পেন্সিল রেখে দিয়েছেন অভিনেত্রী। বাইরে দৃশ্যমান ‘দ্য’ এবং ‘মার্ডার’। এভাবেই ভাগ করে নিয়েছেন তাঁর নতুন কাজের ঝলক।
জানা যাচ্ছে, এ ছবির মাধ্যমে এই প্রথম প্রযোজনায় পা রাখছেন করিনা।
তবে কিছু দিন আগেই হনসল নিজে একটি ছবি পোস্ট করেছিলেন। যাতে তাঁর এক পাশে ছিলেন করিনা, অন্য পাশে একতা কপূর। তার নীচে হনসল লিখে জানিয়েছিলেন, ‘দুই অসামান্য নারীর সঙ্গে কাজ করতে পেরে তিনি রোমাঞ্চিত! নতুন সফর শুরু করতে চলেছেন’।
তবে ভক্তদের অনুমান, শনিবার (২৭ আগস্ট) করিনার শেয়ার করা ছবিতে সেই নতুন প্রকল্পের চিত্রনাট্যের খাতাই দেখা যাচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: