শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


নতুন পরিচালক খুঁজছেন হৃত্বিক


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৫

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:১৯

 ছবি : সংগৃহীত

রাকেশ রোশন বলিউডের প্রভাবশালী পরিচালক, প্রযোজকদের একজন। তার হাত ধরেই ছেলে হৃত্বিক রোশন এসেছেন বলিউডের রঙিন জগতে। শুধু তাই নয়, হৃত্বিকের অধিকাংশ হিট সিনেমার পরিচালক ও প্রযোজক তার বাবা। তবে সেই বাবার ওপরই ভরসা করতে পারছেন না হৃতিক।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, হৃত্বিকের হাতে ‘সুপার ৩০’ ‘ওয়ার’-এর মতো কয়েকটি ছবি রয়েছে। এ ছাড়া হৃত্বিক অভিনীত থ্রিলার ঘরানার ছবি ‘বিক্রম বেধা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। আর ‘ফাইটার’ ছবিতে অভিনয়ের জন্য ওজন কমিয়ে নিজেকে প্রস্তুত করেছেন তিনি। তবে এত ব্যস্ততার মাঝেও নিজের ছবি ‘কৃষ ৪’ নিয়েও কাজ করে যাচ্ছেন। এখন চলছে চিত্রনাট্যের কাজ।

‘কৃষ’ ছবির আগের সব কিস্তিতে পরিচালক ছিলেন রাকেশ রোশন। তবে এবার হৃত্বিক খুঁজছেন নতুন পরিচালক। অর্থাৎ ‘কৃষ ৪’ পরিচালনা করবেন নতুন কেউ।

হৃত্বিকের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত ৫-৬ বছরে প্রযুক্তিগত দিক দিয়ে সিনেমা অনেক বদলে গেছে। বদলে গেছে দর্শকদের রুচিও। এ জন্যই ‘কৃষ ৪’ ছবি পরিচালানায় বাবা রাকেশের ওপর ভরসা করতে পারছেন না হৃত্বিক। তিনি চান এক জন আধুনিক পরিচালক, যিনি সময়ের চাহিদা বুঝে নির্মাণ করবেন এ যুগের ‘কৃষ’।

হৃত্বিক রোশন তার বাবার সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা অবশ্য জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top