শিশুকে যৌন নির্যাতন, গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পীর কারাদণ্ড
প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৪
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:১২

তিনবারের গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী আর অ্যান্ড বি গায়ক আর কেলি ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। এবার তাকে শিশুকে যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করেছেন আদালত।
নিজ শহর শিকাগোর আদালতে বিচারকাজ সম্পন্ন হয় আর কেলির। একমাস ধরে বিচারকাজ চলার পর কেলির বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে ছয়টিতে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারে বাধাপ্রদানসহ সাতটি অভিযোগ খারিজ করা হয়েছে।
৫৫ বছর বয়সী কেলির পুরো নাম রবার্ট সিলভেস্টার কেলি। আর অ্যান্ড বির রাজা বলা হয় তাকে। শিকাগো ট্রিবিউন জানিয়েছে, শিশু পর্নগ্রাফি বানানো ও প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গত বছর যৌন কেলেঙ্কারি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তার ৩০ বছর জেল হয়।
সূত্র : বিবিসি
আপনার মূল্যবান মতামত দিন: