৯০ এর দশকের সুপারহিরো হারকিউলিস
প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৬:০৮
আপডেট:
৩ এপ্রিল ২০২৫ ০৭:১২

৬ ফুট ৩ ইঞ্চির এই মানুষটাকে ৯০ এর দশকে নিজের বাসার ১৪ ইঞ্চির ছোট্ট একটা সাদাকালো বা রঙিন টিভিতে যারাই দেখতে পেত, তাদের জীবন যেন আনন্দে পরিপূর্ণ হয়ে যেত। তার উপস্থিতিই ছিল অন্যরকম। আমাদের অনেকের জীবনের প্রথম সুপারহিরো তিনি।
হারকিউলিস! পর্দার এই নামে সমধিক পরিচিত হলেও আসল নাম কেভিন ডেভিড সোর্বো। তিনি একজন নরওয়েজিয়ান বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা। তিনি মিনেসোটা শহরের একটি নরওয়েজিয়ান লুথারান পরিবারে ১৯৫৮ সালের সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন।
হারকিউলিস সিরিজটি শুরু হওয়ার সময় এর ট্রেইলারে নিজের হাতে থাকা একটা ‘গদা’ দিয়ে তিনি বিরাট এক দৈত্যের মুখে একটা জোরে বাড়ি দিতেন। সেই দৃশ্যে যে শচীন টেন্ডুলকারের কাভার ড্রাইভ বা ধোনির হেলিকপ্টার শট দেখার মতো আনন্দ দেয়, সেটা আশা করি কেউই অস্বীকার করবেন না।
কেভিন সোর্বো হারকিউলিস সিরিজটি করার আগে তিন বছর ধরে গোটা পৃথিবী ঘুরে বেড়িয়েছেন। দেড়শোরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। কিন্তু এতো এতো কাজের পরও কেউ তাকে সেভাবে তখনও চেনেননি। এরপরেই কাজ করলেন হারকিউলিস: কিংবদন্তি যাত্রা (Hercules: The Legendary Journey)। বাকিটা তো ইতিহাস। মানুষ এখনও তাকে হারকিউলিস নামেই ডাকেন।
এই টিভি সিরিজটি করার সময় বেশ কয়েকবার তার স্ট্রোক হয়েছিল, এরপরেও তিনি কাজ থামাননি। একটু বিশ্রাম নিয়েই আবার শুটিংয়ে চলে যেতেন। আবার অসুস্থ হতেন, আবার বিশ্রাম নিয়ে আবার শুটিং। উদ্দেশ্য সম্ভবত একটাই- দর্শকদের বিনোদন দেয়া।
দেশের জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ও উপস্থাপক হানিফ সংকেত একবার ইত্যাদির একটি বিশেষ প্রতিবেদন করেছিলেন কেভিন সোর্বো আর তার হারকিউলিস সিরিজের ওপরে।
Mound, Minnesota নামের শহরে তার নামে একটি পার্ক আছে। সোর্বো পার্ক। খুবই অবাক করা ব্যাপার হচ্ছে, হারকিউলিসের পর তিনি আরও শত শত কাজ করলেও (এখনও করে যাচ্ছেন), সেভাবে আর পরিচিতি পাননি।
তবে নব্বইয়ের দশকের মানুষেরা নিজেদের ঐ সময়টার পরিচয় দেয়ার জন্য তাকে যে সবসময় মনে রেখে চলেছে, সেটা কোনদিন জানতে পারলে হয়তো তিনি অনেক বেশি আনন্দিত হবেন।
গত ২৪ সেপ্টেম্বর ৬৪-তে পা দেয়া এই অভিনেতা ব্যক্তিগত জীবনে একটি বিয়ে করেছেন এবং তিনি হচ্ছেন অভিনেত্রী স্যাম জেনকিনসন। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: