সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


অমিতাভ-রেখার ঘনিষ্ঠ দৃশ্য দেখে কেঁদেছিলেন জয়া


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ২২:৫১

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০১:০১

ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রেখার পুরো ক্যারিয়ারেই প্রেম, বিয়েসহ আরও নানা বিষয় নিয়ে বরাবর তুমুল আলোচিত তিনি। অনেকের সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও সবচেয়ে আলোচিত ছিল অমিতাভ বচ্চনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। বলিউডে যখন চারদিকে অমিতাভ-রেখার প্রেমের গুঞ্জন, তখন একের পর এক হিট সিনেমাতে অভিনয় করেছেন এই জুটি।

বড় পর্দায় তাদের রসায়নে মুগ্ধ হচ্ছিলেন দর্শক, যার মধ্যে একটি ছিল মুকাদ্দার কা সিকান্দার। এই সিনেমায় রেখা ও অমিতাভের যে প্রেমের দৃশ্যটি ছিল তা হলের একদম সামনের সারিতে বসে দেখেছিলেন জয়া বচ্চন। হঠাৎ তার চোখ থেকে অবিরাম পানি বেড়িয়ে আসে। আর সেই দৃশ্য প্রজেকশন রুম থেকে দেখেছিলেন রেখা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, স্টারডাস্ট নামক এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছিলেন রেখা। জানিয়েছিলেন, সেদিন জয়াকে দেখে তার খারাপ লেগেছিল।

সাক্ষাৎকারে রেখা আরও জানান, ‘মুকাদ্দার কা সিকান্দার মুক্তি পাওয়ার আগে গোটা বচ্চন পরিবারের জন্য ছবিটি আগাম স্ক্রিনিং করা হয়েছিল। সেদিন তিনিও হলে ছিলেন। তবে প্রজেকশনের রুমে। জয়া সামনের সারিতে বসেছিলেন। তিনি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তার আর অমিতাভের ঘনিষ্ঠ দৃশ্যের সময় জয়ার চোখ থেকে পানি পড়ছিল।’

এই শোর সপ্তাহ পার না হতেই সহকর্মীদের কাছে রেখা শুনতে পান, অমিতাভ তার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর অমিতাভ প্রযোজকদের জানিয়ে দেন, তিনি রেখার সঙ্গে আর সিনেমা করবেন না। এরপর থেকে রেখার সঙ্গে বচ্চনকে আর কোনো সিনেমাতে অভিনয় করতে দেখা যায়নি।

অমিতাভের স্ত্রী জয়াকে ‘দিদিভাই’ বলে ডাকতেন রেখা। রেখা জানান, ‘দিদিভাই অনেক বেশি পরিণত। অনেক ধীর স্থির। তিনি তার মতো মর্যাদাবোধ সম্পন্ন নারী আজও দেখেননি। একটা সময়ে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। একই বাড়িতে থাকতেন তারা। তিনি জয়াকে দিদিভাই বলে ডাকতেন। এখনও ডাকেন। যা-ই হয়ে থাক না কেন, এই সম্পর্ক কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top