৪০ কোটি ডলারে বিক্রি জনি ডেপের বাড়ি
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২২ ২১:৫৭
আপডেট:
১২ অক্টোবর ২০২২ ২১:৫৮

অস্ট্রেলিয়ার প্রাসাদোপম একটি বাড়ি কিনেছিলেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার জানা গেছে, সম্প্রতি রেকর্ড দামে বাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডের বাড়িটি জনি কিনেছিলেন ১৫ লাখ ডলারে। বিক্রি হয়েছে ৪০ কোটি ডলারে।
১৮ হেক্টর জমির ওপর তৈরি ওই প্রাসাদোপম বাড়িতে রয়েছে ১০টি বেডরুম, ১০টি স্নানঘর। একসময় সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডকে নিয়ে এখানে থাকতেন জনি। বাড়ির প্রাঙ্গণে ব্যক্তিগত বিমান অবতরণের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।
জানা গেছে, ২০১৫ সালে ওই বাড়িটিতেই জনি ও অ্যাম্বারের মধ্যে মারামারি হয়েছিল। জনিকে লক্ষ্য করে মদের বোতল ছুড়েছিলেন বলে অভিযোগ উঠেছিল অ্যাম্বারের বিরুদ্ধে। যার জেরে হাতের আঙুল কেটে গিয়েছিল জনির। পরে আম্বার ও জনির ছাড়াছাড়ি হয়ে যায়।
আপনার মূল্যবান মতামত দিন: