সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


অভিযোগের মাঝেও সাজিদের প্রশংসায় অভিনেত্রী সৃজিতা


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০২:০৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০০:৫৬

ছবি সংগৃহীত

‘বিগ বস’ ভারতীয় রিয়্যালিটি শো এর মধ্যে খবুই জনপ্রিয় একটা শো। শুরু থেকেই সালমান খানের শো এর ১৬ নম্বর সিজন বেশ সরগরম। তার মধ্যে সম্প্রতি ‘বিগ বসের’ শো থেকে বের হয়ে গিয়েছে সৃজিতা দে।

এতদিন রিয়্যালিটি শো-এর ভেতরে কী কী হয়েছে ঘরের বাইরে বেরিয়ে এসে সেই বিষয়ে মুখ খুললেন এই অভিনেত্রী। একাধিক প্রসঙ্গে কথা বলার পাশাপাশি সাজিদ খানকে নিয়েও মন্তব্য করেন তিনি।

এক সময় ‘মিটু’-এর অভিযোগে জড়িয়েছিলেন পরিচালক সাজিদ খান। বিগ বসের ঘরেও তাকে নিয়ে চর্চা কম হয়নি। তবে সৃজিতা জানিয়েছেন, সাজিদ খানের সঙ্গে আগে থেকেই তার যোগাযোগ ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমইস এর এক প্রতিবেদনে জানা যায়, অভিনেত্রীর কথায়, সাজিদ খান ‘বিগ বস’-এ আছেন। তাই অনেকের মুখেই তাকে নিয়ে নানা মন্তব্য শোনা যাচ্ছে। ঘরের বাইরেও তৈরি হচ্ছে নানা বিতর্ক, ‘কিন্তু আমি বলব এ কদিন তো কাটালাম সবার সঙ্গে। সাজিদের সঙ্গে বেশ ভালোই সময় কেটেছে।’

বিগ বস ১৬-এর এই প্রাক্তন প্রতিযোগী সৃজিতা দে জানিয়েছেন, ‘তার প্রেমিকের সঙ্গে সাজিদের খুব ভালো সম্পর্ক। আমার প্রেমিক যে জার্মানিতে থাকে সে কথা জানতেন সাজিদ। জার্মানি নিয়ে সাজিদের অগাধ জ্ঞান। আমরা একসঙ্গে কত আড্ডা দিয়েছি। বলিউড এবং সিনেমার ইতিহাস নিয়ে কথা বলেছি। খুব ভালো লেগেছে সত্যি।’

বলিউডের একাধিক অভিনেত্রী মডেল এবং সাংবাদিকসহ ৯ জন নারী পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। কিন্তু সৃজিতার মুখে সাজিদকে নিয়ে অন্য সুর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top