সোমবার, ২৮শে এপ্রিল ২০২৫, ১৫ই বৈশাখ ১৪৩২


নারায়ণগঞ্জে হলো রাজউকের নিজস্ব জোনাল অফিস


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৫ ১৬:৫৭

আপডেট:
২৮ এপ্রিল ২০২৫ ১৯:৩৯

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের খানপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিজস্ব ভবনে নতুন জোনাল অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) অফিসটি উদ্বোধন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। রাজউকের জোন-৮ এই পূর্বের অফিসটি পরিচালিত হতো একটি অস্থায়ী ভবনে, যা নতুন এই কার্যালয় দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।

রাজউক আওতাধীন এলাকাসমূহের মধ্যে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ এলাকা। দাপ্তরিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য ও রাজউকের সেবাকে মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজউককে ৮টি জোনে বিভক্ত করা হয়, যারমধ্যে নারায়ণগঞ্জ ও সংলগ্ন এলাকা নিয়ে গঠিত হয় জোন-৮। এতদিন অস্থায়ী ভবনে অফিস পরিচালিত হওয়ায় বিভিন্ন দাপ্তরিক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছিল জোনাল অফিসটি। সব প্রতিবন্ধকতা এড়িয়ে কাজে গতি আনার লক্ষ্যে নবনির্মিত নিজস্ব ভবনে স্থানান্তরিত হলো জোন-৮।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান বলেন, আজকের লক্ষ্য শুধু ভবন উদ্বোধন না, একই সঙ্গে নারায়ণগঞ্জের বাস্তব অবস্থা পরিদর্শন। সাধারণ মানুষের একটা বড় অংশের কাছে রাজউক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন একেকটি ভীতির নাম। কিন্তু ৫ আগস্ট আমাদের একটি নতুন সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের কাছে যেতে চাই। ভবিষ্যতে আমরা সহযোগী সব সংস্থাকে নিয়ে একটি সভা করবো। তাহলে সব সংস্থার অংশগ্রহণের মাধ্যমে আমরা মানুষের কাছে সেবা পৌঁছে দিতে পারবো।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আমরা জনগণের জন্য এসেছি, তাদের পক্ষে কাজ করার জন্য। আপনারা আমাদের সহযোগিতা করুন। অবৈধ জমি উদ্ধার করে আমরা নিম্ন আয়ের মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করব। আমাদের স্টাফরা সর্বদা প্রস্তুত আছেন নারায়ণগঞ্জবাসীর সেবা করার জন্য। আমার কাছে ছিন্নমূল থেকে সমাজের উচ্চস্তর সবাই একই সেবা ও গুরুত্ব পাবে। এবং জনগণের সেবা নিশ্চিতকরণে রাজউক বদ্ধপরিকর।

অনুষ্ঠানে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) হারুন-অর-রশীদ বলেন, ভবন নির্মাণে কোনো ধরনের ব্যত্যয় করা হলে সেই ভবনের বিরুদ্ধে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজউকের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে একযোগে কাজ করা হবে যেন ব্যত্যয় কৃত ভবনে ইউটিলিটি সংযোগ দেওয়া হবে না।

এ সময় রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) বলেন, নারায়ণগঞ্জকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য একটি রিভাইজড মাস্টারপ্ল্যান দরকার। একইসঙ্গে দরকার মানুষের সচেতনতা। পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে রাজউকের সব পর্যায় থেকে আমরা সর্ব শক্তি ব্যবহার করবো।

জোনাল অফিস উদ্বোধন শেষে রাজউক চেয়ারম্যান এবং উপস্থিত কর্মকর্তারা জোনাল অফিস সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান অবিলম্বে বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাজউক চেয়ারম্যান। এছাড়াও নকশার ব্যত্যয়কৃত বেশ কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, রাজউকের প্রধান প্রকৌশলী মোবারক হোসেন, প্রকৌশলী নুরুল ইসলাম, পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ মনিরুল হক, জোন-৮ এর পরিচালক তানজিল্লুর রহমান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top