বুধবার, ২৩শে এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ ১৪৩২


দুই ঘণ্টার বেশি নয়, শিশুদের ফোন ব্যবহারে সময় বেঁধে দিতে চায় চীন


প্রকাশিত:
৩ আগস্ট ২০২৩ ২০:২৪

আপডেট:
২৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৪

প্রতিকী ছবি

মোবাইল ফোনের প্রতি শিশুদের আসক্তি দিন দিন খারাপ থেকে খারাপ পর্যায়ে যাচ্ছে। এমনও শিশু আছে যারা দিনের বেশিরভাগ সময় মোবাইলের পেছনেই ব্যয় করে।

আর এ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ চীন। দেশটির সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা (সিএসি) শিশুদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সময়সীমা বেঁধে দেওয়ার ব্যাপারে ভাবছে।

সংস্থাটি বুধবার (২ আগস্ট) এক ঘোষণায় বলেছে, যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের দিনে শুধুমাত্র দুই ঘণ্টা মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়া উচিত।

সংস্থাটি জানিয়েছে, তারা চায় স্মার্ট ফোন উৎপাদনকারীরা ‘মাইনর মুড’ পোগ্রাম নামে একটি ব্যবস্থা চালু করুক। যেটিতে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৮ বছরের নিচের অর্থাৎ শিশুরা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। এছাড়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রেও সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।

তারা বলেছে, যাদের বয়স ১৬ থেকে ১৮ বছর তারা দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা, ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুরা এক ঘণ্টা এবং ৮ বছরের নিচে যাদের বয়স তারা শুধুমাত্র ৮ মিনিট মোবাইল ব্যবহার করতে পারবে।

সংস্থাটি সঙ্গে এও জানিয়েছে, বাবা-মা চাইলে যেন নির্ধারিত সময়সীমা পরিবর্তন করতে পারেন সেই ব্যবস্থাও রাখতে হবে।

তবে সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থার এমন প্রস্তাবের বিষয়টির নেতিবাচক প্রভাব পড়েছে প্রযুক্তির বাজারে। ইতোমধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যে দরপতন দেখা গেছে।

প্রযুক্তি সংশ্লিষ্টরা বলছেন, এমন সময়সীমা নির্ধারণ করার ক্ষেত্রে অনেক সময় ও অর্থ ব্যয় করতে হবে তাদের।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top