বৃহঃস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১


ভারতীয় যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত


প্রকাশিত:
২২ মে ২০২১ ০১:২৬

আপডেট:
১৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৪

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি যুদ্ধ বিমান মিগ-২১ গতকাল গভীর রাতে ভারতের পাঞ্জাব রাজ্যের মোগার কাছে বিধ্বস্ত হয়েছে। এসময় পাইলট অভিনব চৌধুরী নিহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাত ১টার দিকে আইএএফ-এর মিগ-২১ সুরাটগড় থেকে রুটিন মিশন পরিচালনা কালে এই দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার পর আইএএফ টুইট করে জানায়, গতকাল রাতে পশ্চিম সেক্টরে আইএএফের একটি বাইসন বিমানে একটি দুর্ঘটনা ঘটে। এ সময় পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী মারাত্মক আহত হন।

টুইটে আরও বলা হয়, আইএএফ এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আইএএফ পাইলট অভিনব চৌধুরী ভারতের উত্তর প্রদেশের মিরাটের গঙ্গানগরের বাসিন্দা ছিলেন।

এদিকে, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এটি চলতি বছরে তৃতীয় মিগ-২১ বিমানের দুর্ঘটনা। রাজস্থানের সুরাটগড়ের কাছে মিগ-২১ বিধ্বস্ত হওয়ার প্রথম ঘটনাটি জানুয়ারিতে ঘটেছিল। সেই দুর্ঘটনায় পাইলট নিরাপদে বের হতে সক্ষম হয়েছিল।

মার্চ মাসে ভারতের মধ্যাঞ্চলের একটি বিমানঘাঁটিতে দ্বিতীয় মিগ-২১ দুর্ঘটনাটি ঘটেছিল এবং এতে আইএএফ-এর এক গ্রুপ ক্যাপ্টেন নিহত হন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top