যুক্তরাষ্ট্রে ঝড়ো হাওয়া: সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ নিহত ১০
প্রকাশিত:
২১ জুন ২০২১ ১৫:৩৭
আপডেট:
২১ জুন ২০২১ ১৬:২০

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতে ঝড়ো হাওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় ৯ শিশুসহ ১০ জন নিহত হয়েছে। নিহত শিশুদের বয়স ৯ মাস থেকে ১৭ বছরের মধ্যে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়, খারাপ আবহাওয়া ও ঝড়ো হাওয়ার কারণে এক সঙ্গে ১৮টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে।
বাটলার কাউন্টির করোনার ওয়েন গারলক জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নয় মাস থেকে ১৭ বছর বয়সী শিশু রয়েছে। ভেজা রাস্তার কারণে গাড়িগুলো সড়কে আটকে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার জন্য এই দুর্ঘটনা ঘটে।
আলাবামার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে হঠাৎ করে এই বন্যার সঙ্গে টর্নেডোর আঘাতে কয়েক ডজন বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাটলার কাউন্টি করোনার গারলক বলছেন, দুর্ঘটনায় নিজের গাড়িতে করে যাবার সময় এক ব্যক্তি ও তার নয় মাসের কন্যাশিশু নিহত হয়েছেন। নিহত বাকি আট জনই শিশু। তারা তাল্লাপুসা কাউন্টি গার্লস র্যাঞ্চের একটি গাড়িতে ছিল।
প্রতিষ্ঠানটি অনাথ, অবহেলিত ও নির্যাতিত কন্যাশিশুদের লালন-পালন করে থাকে। নিহত এই আট শিশুর মধ্যে সবচেয়ে ছোটটির বয়স চার বছর।
আপনার মূল্যবান মতামত দিন: