বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


১৪ দেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমিরাত


প্রকাশিত:
২৭ জুন ২০২১ ১৫:২৬

আপডেট:
২ মে ২০২৪ ১৮:২৬

ছবি-সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। তবে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে জানানো হয়।

এর আগে আমিরাতে প্রবেশের ক্ষেত্রে ৭ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, ভারত, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top