সোমবার, ৭ই এপ্রিল ২০২৫, ২৩শে চৈত্র ১৪৩১


চীনে প্রকাশ্যে দুর্বৃত্তের ছুরি হামলায় নিহত ৭


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২০ ১৬:১৯

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ০৩:০২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চীনের উত্তর-পূর্বাঞ্চলে লিয়াওনিং প্রদেশে এক সাওনার (বাষ্পচালিত স্নানাগান) সামনে এক দুর্বৃত্তের প্রকাশ্যে ছুরি হামলায় সাতজন নিহত হয়েছেন।

ইয়াং নামে ওই ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর এবিসির।

খবর পেয়ে ওই ব্যক্তিকে আটক করতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশ সদস্যসহ আরও সাতজন। রোববার লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান শহরে এ ঘটনা ঘটে।

রোববার কাইয়ুয়ান শহরের একটি সাওনার সামনের রাস্তায় পথচারীদের ওপর ধারালো ছুরি নিয়ে আচমকা হামলা চালান ইয়াং।

অনেক মানুষ গুরুতর আহতাবস্থায় রাস্তায় পড়ে থাকেন। প্রত্যক্ষদর্শী ও কর্তব্যরত পুলিশকর্মীরা ওই দুষ্কৃতকারীকে বাধা দেয়ার চেষ্টা করলে তাদেরও ধারালো অস্ত্র দিয়ে আহত করেন তিনি।

স্থানীয় পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীকে শেষ পর্যন্ত আটক করা হয়েছে। কেন এ হামলা করা হয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top