বৃহঃস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫, ২০শে অগ্রহায়ণ ১৪৩২


সিগারেটের দামে বড় ধাক্কা, শুল্ক বাড়াতে বিল পাস ভারতে


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৫ ১১:১৭

আপডেট:
৪ ডিসেম্বর ২০২৫ ১৪:১৮

ফাইল ছবি

ভারতে সিগারেট-জর্দ্দাসহ তামাকজাত দ্রব্যের দামে বড় ধাক্কা দিতে যাচ্ছে দেশটির সরকার। গতকাল ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশনে পাস হয়েছে ‘দ্য সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫’।

বিলটি পাস হওয়ায় জিএসটি ও আবগারি শুল্ক যোগ হতে চলেছে তামাকজাত দ্রব্যের ওপর। এর ফলে সিগারেট থেকে পান মশলার দাম হতে চলেছে আকাশছোঁয়া।

বিলটি কার্যকর হয়ে গেলেই সিগারেটসহ তামাকজাত সমস্ত পণ্যের ওপর আবগারি শুল্ক কয়েকগুণ বাড়াতে পারবে কেন্দ্রীয় সরকার। ফলে এক লাফে অনেকটাই বেড়ে যাবে তামাকজাত পণ্যের দাম।

এই বিল অনুযায়ী, সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি এক হাজার সিগারেটের ওপর ৫-১১ হাজার টাকা আবগারি শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার লোকসভায় বিলটি নিয়ে বিতর্কের মধ্যে তামাক ব্যবহার বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংসদরা। বিলের সমর্থনে ধূমপানের অভ্যাস ত্যাগ করার কথা তুলে ধরেন বিজেপির একজন সাংসদ অরুণ গোভিল। তিনি বলেন, গত ৫০ বছর হয়ে গেল আমি তামাকজাত পণ্য ছুঁয়েও দেখিনি। রামায়ণে অভিনয়ের আগে আমি ধূমপায়ী ছিলাম। তবে যেদিন রামায়ণে অভিনয়ের সুযোগ পাই, সেদিন থেকে সমস্ত নেশা ত্যাগ করি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top