শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


ঢাকা-করাচি ফ্লাইট পরিচালনায় পাকিস্তানের অনুমোদন পেল বিমান বাংলাদেশ


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৬ ১৭:৫৩

আপডেট:
২ জানুয়ারী ২০২৬ ২০:৩৪

ছবি-সংগৃহীত

ঢাকা-করাচির রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।

শুক্রবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র পাওয়ার পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে অনুমোদন দিয়েছে।

সিএএ-এর একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আগামী ২৬ মার্চ পর্যন্ত তিন মাসের জন্য ঢাকা ও করাচির মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশকে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে এবং পরবর্তীতে এই মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।’

সিএএ সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনার সময় বিমানকে কঠোরভাবে নির্ধারিত রুট মেনে চলতে হবে। এছাড়াও ঢাকা থেকে যাত্রা শুরু করার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটের সম্পূর্ণ বিবরণ প্রদান করেতে হবে।

সূত্রটি আরও জানিয়েছে, ‘চলতি জানুয়ারি মাসের শেষের দিকে ঢাকা-করাচি ফ্লাইট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান নিশ্চিত করেছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট চালু করার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: জিও নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top