শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২০শে চৈত্র ১৪৩১


মিয়ানমারের আন্দোলনকারীদের ক্যাম্পে গুলি


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২১ ২১:২১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ০২:২০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনা সরকার আন্দোলনকারীদের একটি ক্যাম্পে সরাসরি গুলি চালিয়েছে।

সাইগাং অঞ্চলের ওই ক্যাম্পে বুধবার (০৭ এপ্রিল) গুলি চালানোর পর আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী পাঁচজনের মরদেহের ছবি তুলেছেন।খবর রয়টার্সের।

তবে ঠিক কত জন এই ঘটনায় মারা গেছেন, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।

এক সময়কার ব্রিটিশ উপনিবেশ মিয়ানমার গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই টালমাটাল দিন কাটাচ্ছে।

দেশটির সামরিক বাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। এরপর থেকে সেখানে অভ্যুত্থানবিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা।

মঙ্গলবার (০৬ এপ্রিল) দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন শহরের রাস্তায় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। অনেক জায়গায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা ২০০৮ সালের সংবিধানের কপি পুড়িয়েছে।

স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত সাড়ে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

জান্তা সরকার শতশত মানুষকে গ্রেপ্তার করেও তারা আন্দোলন দমাতে পারছে না।

শিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে বুদ্ধিজীবীদেরও গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির বিখ্যাত কমেডিয়ান জারগনারকে তুলে নিয়ে যায় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top