নীরব ঘাতক ফুসফুস ক্যানসার, প্রাথমিক লক্ষণ কী কী?
প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ১৪:১০
আপডেট:
৮ জুলাই ২০২৫ ১৮:৩৭

দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন রাহেলা খাতুন। মাঝেমধ্যে বুকে ব্যথাও আছে। ইদানীং শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে অল্পতেই। তবে এসব ব্যাপারকে গোণায় ধরার সময় নেই তাই। স্বামী আর দুই সন্তানের সংসারে সকাল থেকে মধ্যরাত চলতে থাকে নানা কাজ। সেসব কাজের ভিড়ে শরীরের ছোটোখাটো এসব সমস্যাকে পাত্তা আর দেওয়া হয় না।
কিন্তু হঠাৎ শারীরিক জটিলতা মারাত্মক আকার ধারণ করল। সিটি স্ক্যান করে জানা গেল মিসেস রাহেলা ফুসফুস ক্যানসারে আক্রান্ত। এবং সেটি শেষ পর্যায়ে। ক্যানসারের জীবাণু ছড়িয়ে পড়েছে অনেকদূর। ফুসফুস ক্যানসারের লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে মানুষ স্বাভাবিক স্বাস্থ্য সমস্যার সঙ্গে গুলিয়ে ফেলে। ফলে রোগ ডালপালা মেলতে থাকে অজান্তে। আর এজন্যই ফুসফুস ক্যানসারকে নীরব ঘাতক বলা হয়।
ফুসফুসের ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো হলো:
১. অবিরাম কাশি:
ফুসফুস ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো অবিরাম কাশি। ৩ সপ্তাহের বেশি সময় ধরে যদি কাশি চলতে থাকে এবং সাধারণ চিকিৎসার পরও তা ভালো না হয় তাহলে সচেতন হোন। এই কাছি শুকনো বা কফযুক্ত দুইরকমই হতে পারে।
২. শ্বাসকষ্ট:
শ্বাস নিতে সমস্যা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া ফুসফুস ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ক্যানসারের কারণে শ্বাসনালী সংকুচিত হতে পারে কিংবা ফুসফুসে তরল জমা হতে পারে। যার কারণে দেখা দিতে পারে শ্বাসকষ্ট।
৩. কাশির সাথে রক্তপাত:
কাশি হলে যদি রক্ত দেখা যায় এবং তা যদি পরিমাণে বেশি হয়, তাহলে এটি ফুসফুসের ক্যানসারের একটি গুরুতর লক্ষণ হতে পারে। তাই কাশির সঙ্গে রক্তপাত হলে দ্রুত চিকিৎসকের কাছে যান।
৪. বুকে ব্যথা:
বুকে ব্যথা হওয়া বা বুকে চাপ অনুভব করা এই ক্যানসারের একটি সাধারণ লক্ষণ। ফুসফুসের কাছাকাছি স্নায়ু বা অন্যান্য টিস্যুতে চাপ সৃষ্টির কারণে এমনটা হতে পারে
৫. ওজন হ্রাস:
ডায়েট করে অনেকেই ওজন কমান। কিন্তু অপ্রত্যাশিতভাবে যদি ওজন কমতে থাকে এবং সেসঙ্গে ক্ষুধা কমে যাওয়ার ঘটনা ঘটে তাহলে সাবধান হোন। এটি ফুসফুস ক্যানসারের লক্ষণ হতে পারে।
৬. কণ্ঠস্বর পরিবর্তন:
ক্যানসার যদি ভোকাল কর্ড বা ভোকাল কর্ডের কাছাকাছি স্নায়ুর ওপর চাপ দেয়, তাহলে কণ্ঠস্বর কর্কশ হতে পারে বা পরিবর্তন হতে পারে।
৭. দুর্বলতা:
ফুসফুস ক্যানসার শরীরে ক্লান্তি এবং দুর্বলতা সৃষ্টি করতে পারে। তেমন একটা পরিশ্রম না করলেও যদি ক্লান্ত থাকেন তাহলে সতর্ক হোন। এটি ফুসফুস ক্যানসারের আগাম বার্তা হতে পারে।
আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি অনুভব করেন, তাহলে দ্রুত একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা ফুসফুস ক্যানসারের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিএম /সীমা
আপনার মূল্যবান মতামত দিন: