সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


ব্ল্যাকহেডস দূর হবে তোয়ালে দিয়েই, জানুন কায়দা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২৫ ১৩:০৬

আপডেট:
১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৩

ছবি সংগৃহীত

স্ক্রাব বা ক্রিম দিয়ে ঘষাঘষিতে তা কিন্তু মোটেই বেরোয় না। সাধারণত, সালোঁতে গিয়েই ব্ল্যাকহেড‌স তোলা হয়। তবে, কৌশল জানলে, বাড়িতেই তা তুলে ফেলা সম্ভব।

দূর থেকে খুব একটা দেখা যায় না। কিন্তু কাছাকাছি এলেই দেখা যায় নাকে হওয়া বিন্দু বিন্দু ব্ল্যাকহেডস। নাক, কপাল কিংবা মুখের যেসব জায়গায় সেবাম জমে ত্বকের রন্ধ্রমুখ বন্ধ হয়ে যায়, সেসব জায়গায় ব্ল্যাকহেডস দেখা যায়।

স্ক্র্যাব বা ক্রিম দিয়ে সহজে ব্ল্যাকহেডস দূর করা যায় না। তাই অনেকে পার্লারে ছোটেন এটি দূর করতে। জানলে অবাক হবেন, কোনো ক্রিম বা স্ক্রাবার নয়, সাধারণ তোয়ালে দিয়েই বিরক্তিকর এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কীভাবে? চলুন জানা যাক-

ব্ল্যাকহেডস কেন হয়?
ত্বকে সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্র থাকে। কোনো কারণে এই রন্ধ্রে ময়লা, তেল বা মৃত কোষ জমা হলে, এই সমস্যা দেখা দেয়। রন্ধ্রের মধ্যে কালো বিন্দুর মতো ব্ল্যাকহেডস সৃষ্টি হয়।

তোয়ালে দিয়ে ব্ল্যাকহেডস পরিষ্কারের কৌশল
এজন্য একটি পরিষ্কার তোয়ালে আর গরম পানি লাগবে। প্রথমে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর গরম পানির ভাপ নিতে হবে। তোয়ালে ভিজিয়ে পানি নিংড়ে নিন। এবার মুখ বা মুখের যে অংশে ব্ল্যাকহেডস রয়েছে, তার উপর গরম তোয়ালেটি চেপে ধরুন। গরম ভাপের স্পর্শে রন্ধ্রগুলো উন্মুক্ত হবে। নরম হয়ে যাবে ব্ল্যাকহেডস। এই অবস্থায় তোয়ালে দিয়ে আলতো চাপে ঘষলেই ব্ল্যাকহেডেস অংশটি পরিষ্কার হয়ে যাবে। এটি এক্সফোলিয়েশন বা মৃত কোষ, ময়লা ঝরাতেও সাহায্য করবে।

তবে তোয়ালে দিয়ে জোরে চেপে মুখ বা নাক ঘষা যাবে না। তাহলে কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে।

তোয়ালে দিয়ে ব্ল্যাকহেডস পরিষ্কার করা শেষে ঠান্ডা পানি মুখ ধুয়ে নিতে হবে। এতে ত্বক উজ্জ্বল ও সুন্দর দেখাবে।

ব্ল্যাকহেডস এড়ানোর উপায়
এক্সফোলিয়েশন: ফেসওয়াশ দিয়ে নিয়মিত মুখ পরিষ্কারের পাশাপাশি সপ্তাহে দুই দিন স্ক্রাবিং করা জরুরি। এক্সফোলিয়েশন ব্ল্যাকহেডস তৈরির সম্ভাবনা কমায়।

পরিচ্ছন্নতা: ক্রিম মেখে ধুলোভরা বা অপরিচ্ছন্ন বালিশ-বিছানায় শুলেও এই সমস্যা বাড়তে পারে। তাই বিছানা পরিষ্কার থাকা দরকার।

সতর্কতা: তোয়ালে দিয়ে ব্ল্যাকহেডস দূর করার কাজটি মাসে চার বার করতে পারেন। এর বেশি না করাই ভালো।

ডিএম/রিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top