মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৪শে ভাদ্র ১৪৩২


ক্যান্সারের কথা জানতে পেরে ৩ ঘণ্টা কেঁদেছিলাম


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৬

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:২১

ছবি ‍: সংগৃহীত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের নানা উত্থান-পতনের কতা সকলেরই জানা। তার ক্যান্সারের জার্নিও তেমনই স্মরণীয় বলা চলে।

অভিনেতার বায়োপিক ‘সঞ্জু’-তে তুলে ধরা হয়েছে তার জীবনের এই কঠিন মুহূর্ত। ক্যান্সারের চিকিৎসা থেকে শরীরে কর্কটের থাবা, সেই সময়ে কীভাবে সবটা সামলেছিলেন অভিনেতা?

ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে, ‘খলনায়ক’-খ্যাত অভিনেতা জানিয়েছিলেন, লকডাউনের সময়ে তার ক্যান্সার ধরা পড়ে। সেই সময় থেকেই তার লড়াই শুরু।

সঞ্জয় বলেন, ‘লকডাউনের সময়টা ছিল খুবই স্বাভাবিক। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে আমার শ্বাসকষ্ট হতো। সিঁড়ি ভাঙতে পারতাম না। শরীরের ভিতর কী হচ্ছে ঠিক বুঝতে পারতাম না। তাই আমি আমার ডাক্তারকে একদিন বাধ্য হয়েই ফোন করি। তিনি এক্সরে’র পরামর্শ দেন। দেখা যায়, আমার ফুসফুসের অর্ধেকেরও বেশি অংশে পানি জমে আছে। প্রাথমিকভাবে সকলেরই মনে হয়েছিল টিবি হয়েছে। তবে পরবর্তীকালে জানা যায় আসল বিষয়টা।’

ক্যান্সারের কথা শুনেই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছিল তার। তবুও মনকে বুঝিয়েছিলেন লড়াই করতেই হবে।

অভিনেতা বলেন, আমার বোন এসে বলল, ‘ক্যান্সার হয়েছে তো কী হয়েছে? সব ঠিক হয়ে যাবে।’ আমি ওর মুখে কথাটা শুনে টানা দু’-তিন ঘণ্টা টানা কান্নাকাটি করেছি। কারণ, আমার খালি বাচ্চাদের মুখ মনে পড়েছে। কখনও আবার আমার জীবন, আমার স্ত্রী, সবকিছু মনে পড়ছিল। আমি বুঝেছিলাম কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। প্রথমে, সিদ্ধান্ত নিলাম আমেরিকায় চিকিৎসা হবে। কিন্তু ভিসা পাইনি, তাই এখানেই শুরু করি।’

এই রোগের বিরুদ্ধে লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সঞ্জয়। তিনি জিমে গেছেন, ওজন কমিয়েছেন। হাজার অসুস্থতার মধ্যেও চেষ্টা করেছেন নিজেকে পুরোনো ছন্দে ফিরিয়ে আনার।

২০২০ সালের অক্টোবরে সঞ্জয় ঘোষণা করেছিলেন, তিনি ক্যান্সারমুক্ত। এই জার্নিকে অবশ্য জীবনের অন্যতম মনে রাখার মতো মুহূর্ত বলে অভিহিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top