তারেক রহমান
খালেদা জিয়া মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তা উপলব্ধি করেছি
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১০:২৮
আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ১০:৩৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তাদের পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ‘খালেদা জিয়া’ নামটি মানুষের কাছে কতটা তাৎপর্যপূর্ণ, তা এই শোকাতুর সময়ে নতুন করে উপলব্ধি করছেন তিনি।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সবার প্রতি এই কৃতজ্ঞতা জানান তারেক রহমান।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৭৯ বছর বয়সে গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে তাকে জাতীয় ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে দেখা হতো। লাখ লাখ মানুষের অংশগ্রহণে জানাজা শেষে ৩১ ডিসেম্বর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল।
রাষ্ট্রীয় শোকের সময়কাল সমাপ্ত হওয়ার পর দেওয়া পোস্টে তারেক রহমান লিখেছেন, এই কঠিন সময়ে দেশজুড়ে এবং বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ীদের কাছ থেকে প্রাপ্ত ভালোবাসা, সমবেদনা ও দোয়া তার পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে।
মায়ের স্মৃতি চারণ করে তারেক রহমান বলেন, ‘এই তিন দিনে আমরা আরও উপলব্ধি করেছি, আমার মা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন তাৎপর্য বহন করতেন; অনেক ক্ষেত্রে তা ছিল এতটাই অর্থবহ, যা হয়তো আমরা নিজেরাও পুরোপুরি উপলব্ধি করতে পারিনি। অনেকের কাছে তিনি ছিলেন আপসহীনতার প্রতীক; নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে এই প্রেরণা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে; পরিচয়, আদর্শ ও অবস্থানের ঊর্ধ্বে উঠে অগণিত মানুষকে স্পর্শ করেছে।’
তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণেই অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এমন বিরল ও সম্মানজনক অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ ছাড়া খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোয় প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্রসমূহ, দেশ-বিদেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং বিশ্বের নানা প্রান্তের অংশীদারদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা।

আপনার মূল্যবান মতামত দিন: