সোমবার, ৫ই জানুয়ারী ২০২৬, ২২শে পৌষ ১৪৩২


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ঢা‌বির সাদা দ‌লের শিক্ষকদের শ্রদ্ধা


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৬ ১২:৩৩

আপডেট:
৫ জানুয়ারী ২০২৬ ২০:৪৬

ছবি : সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ ক‌রে‌ছে বাংলা‌দেশি জাতীয়তাবা‌দে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক‌দের সংগঠন (ঢা‌বি) সাদা দল।

রোববার (৪ জানুয়ারি) সকা‌লে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যান তারা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার করব জিয়ারত করেন। এ সময় দোয়া প‌রিচালনা ক‌রেন ঢা‌বির আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

শ্রদ্ধা নি‌বেদন শে‌ষে ঢা‌বি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে যেন জান্নাত নসিব করেন।

মোর্শেদ হাসান বলেন, ‘বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। কোনোদিন কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। ঠিক তেমনি তারেক রহমানের মাঝেও কোনো ধরনের হিংসা বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন। সবাইকে নিয়ে দেশ পরিচালনার কথা ভাবছেন। আশা করি তার মতো বর্তমান নেতৃত্ব সবাইকে একত্রিত করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবেন।’

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন- ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢা‌বি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস‌্য স‌চিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আজহারুল ইসলাম, আর্থ অ্যান্ড এনভায়রন‌মেন্ট সায়েন্সের ডিন অধ‌্যাপক ড. মো. হুমায়ুন ক‌বীর, ফজলুল হক মুস‌লিম হ‌লের প্রাধ‌্যক্ষ অধ‌্যাপক ড. মো. ইলিয়াস আল মামুন, স‌লিমুল্লাহ মুস‌লিম হ‌লের প্রাধ‌্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন, জগন্নাথ হ‌লের প্রাধ‌্যক্ষ দেবাশীষ পাল, অমর একু‌শে হ‌লের প্রাধ‌্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন, মুক্তি‌যোদ্ধা জিয়াউর রহমান হ‌লের প্রাধ‌্যক্ষ ড. মো. নাজমূল হো‌সাইন, স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আখতার হোসেন খান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢা‌বি ক্লা‌বের সভাপ‌তি অধ‌্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ।

আরো ছিলেন- ঢা‌বি কলা অনুষ‌দ সাদা দ‌লের আহ্বায়ক অধ‌্যাপক নুরুল আমিন, চারুকলা অনুষদ সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন, বিজ্ঞান অনুষদ সাদা দ‌লের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, আর্থ এন্ড এনভায়রন‌মেন্ট সাই‌ন্স সাদা দলের আহ্বায়ক মো. শ‌ফিউল্লাহ, আইন অনুষদ সাদা দ‌লের আহ্বায়ক অধ‌্যাপক ড. মো. নাজমুজ্জামান ভূইয়া, ঢাবি দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, মার্কেটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ‌্যাপক আনিসুর রহমান, রাষ্ট্র বিভা‌গের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলামসহ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top